৩০৩ টাকার জিও প্রাইম অফারে কী কী পাবেন ?
জিও প্রাইম অফারে আনলিমিটেড ভয়েস কল , আনলিমিটেড এসএমএস এবং জিও অ্যাপসগুলির ব্যবহার করা যাবে আগের মতোই ৷ এর সময়সীমা মাসে ২৮ দিনের ৷ গ্রাহকরা ৪জি স্পিডের ডেটা পাবেন মাসে ২৮ জিবি পর্যন্ত ৷ এই ডেটা লিমিট শেষ হওয়ার পর ইন্টারনেট স্পিড ৪জি থেকে কমে যাবে ৷ মাসে ২৮ জিবি অর্থাৎ প্রতিদিন ১ জিবি পর্যন্তই ৪জি ডেটা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা ৷ যা এখন ব্যবহার করছেন গ্রাহকরা ৷ অর্থাৎ দিনে ১ জিবি পর্যন্তই ৪জি ডেটা পাবেন গ্রাহকরা ৩০৩ টাকার প্রাইম প্ল্যানেও ৷ তবে এখানেই শেষ নয় ৷ গ্রাহকরা যদি মনে করেন প্রতিদিন ১ জিবি ৪জি ডেটা তাদের জন্য যথেষ্ট নয়, তাহলে তারা ৪৯৯ টাকার জিও প্রাইম প্ল্যান ব্যবহার করতে পারেন ৷ যেখানে প্রতিদিন ২জিবি পর্যন্ত ৪জি স্পিড পাবেন গ্রাহকরা ৷ থাকছে ৯৯৯ টাকার জিও প্রাইম প্ল্যানও ৷ যেখানে দু’মাসে ৬০ জিবি ৪জি ডেটা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা ৷ এছাড়া নতুন জিও প্রাইম প্ল্যানগুলি হল ১৯৯৯ টাকা, ৪৯৯৯ টাকা এবং ৯৯৯৯ টাকা ৷ যা ভ্যালিড থাকবে যথাক্রমে ৯০ দিন, ১৮০ দিন এবং ৩৬০ দিন ৷ এই প্ল্যানগুলিতে স্বভাবতই ৪জি ডেটাও পাওয়া যাবে অনেক ৷ ১২৫ জিবি, ৩৫০ জিবি এবং ৭৫০ জিবি পর্যন্ত ৪জি ডেটা ৷ তাই আর দেরি না করে মাত্র ৯৯ টাকা দিয়ে মার্চ মাসে নিজেদের জিও সিম আপগ্রেড করুন প্রাইম প্ল্যানে ৷ ডেটা প্ল্যানগুলি দেখে নিন নীচে ৷
advertisement