TRENDING:

‘জিও-অপো মনসুন অফার’ নিয়ে হাজির জিও, এতে কী সুবিধা পাবেন গ্রাহকরা ?

Last Updated:

শীত, গ্রীষ্ম হোক কিংবা বর্ষা ৷ জিওর অফারের ছড়াছড়ি অব্যাহত ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: শীত, গ্রীষ্ম হোক কিংবা বর্ষা ৷ জিওর অফারের ছড়াছড়ি অব্যাহত ৷ এবার চালু ‘জিও অপো মনসুন অফার’ ৷ যেখানে অপো-র কোনও স্মার্টফোন কিনলেই দারুণ সব আকর্ষণীয় অফার পাবেন জিও গ্রাহকরা ৷ ৩.২ টেরাবাইট ৪জি ডেটা থেকে শুরু করে প্রায় ৪৯০০টাকা পর্যন্ত বেনিফিট পাবেন গ্রাহকরা ৷
advertisement

অপোর নতুন কোনও ডিভাইস কিনলে পুরনো বা নতুন জিও সিম গ্রাহকরা যে সমস্ত সুবিধাগুলি পাবেন, তা হল-

১. ১৮০০ টাকা ক্যাশব্যাক অফার ৷ যা পাওয়া যাবে ৫০ টাকা দামের ৩৬টি ভাউচারে ৷

২. তিনবারে ৬০০ টাকা করে মোট ১৮০০ টাকার ক্রেডিট হবে ৷ যা জিও গ্রাহকরা তাদের ১৩, ২৬ এবং ৩৯তম রিচার্জে পাবেন ৷

advertisement

৩. ১৩০০ টাকার মেকমাইট্রিপ ডিসকাউন্ট কুপন পাওয়া যাবে বিনামূল্যে ৷

বৃহস্পতিবার ২৮ জুন থেকেই এই অফার শুরু হয়ে গিয়েছে ৷ ১৯৮ টাকা এবং ২৯৯ টাকার জিও প্রিপেড প্ল্যানেই এই অফার পাওয়া যাবে ৷ গত সপ্তাহেই মাত্র ২৯৯ টাকায় প্রতিদিন ৪.৫ জিবি ডেটা এবং আনলিমিটেড কলিংয়ের অফার দিয়েছিল জিও ৷ সেই অফার যদিও পারমানেন্ট ছিল না ৷ ২০ জুন পর্যন্তই চালু ছিল ওই অফার ৷ এবার আবার ‘জিও-অপো মনসুন’ দুর্দান্ত  অফার নিয়ে হাজির সংস্থা ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এভারেস্ট জয় করে ফেরা হয়নি শিক্ষকের! রানাঘাট চারের পল্লীর বিশ্বের সম্মান দিল সুব্রত ঘোষকে
আরও দেখুন

Disclaimer: Reliance Industries Ltd. is the sole beneficiary of Independent Media Trust which controls Network18 Media & Investments Ltd.

বাংলা খবর/ খবর/কলকাতা/
‘জিও-অপো মনসুন অফার’ নিয়ে হাজির জিও, এতে কী সুবিধা পাবেন গ্রাহকরা ?