অপোর নতুন কোনও ডিভাইস কিনলে পুরনো বা নতুন জিও সিম গ্রাহকরা যে সমস্ত সুবিধাগুলি পাবেন, তা হল-
১. ১৮০০ টাকা ক্যাশব্যাক অফার ৷ যা পাওয়া যাবে ৫০ টাকা দামের ৩৬টি ভাউচারে ৷
২. তিনবারে ৬০০ টাকা করে মোট ১৮০০ টাকার ক্রেডিট হবে ৷ যা জিও গ্রাহকরা তাদের ১৩, ২৬ এবং ৩৯তম রিচার্জে পাবেন ৷
advertisement
৩. ১৩০০ টাকার মেকমাইট্রিপ ডিসকাউন্ট কুপন পাওয়া যাবে বিনামূল্যে ৷
বৃহস্পতিবার ২৮ জুন থেকেই এই অফার শুরু হয়ে গিয়েছে ৷ ১৯৮ টাকা এবং ২৯৯ টাকার জিও প্রিপেড প্ল্যানেই এই অফার পাওয়া যাবে ৷ গত সপ্তাহেই মাত্র ২৯৯ টাকায় প্রতিদিন ৪.৫ জিবি ডেটা এবং আনলিমিটেড কলিংয়ের অফার দিয়েছিল জিও ৷ সেই অফার যদিও পারমানেন্ট ছিল না ৷ ২০ জুন পর্যন্তই চালু ছিল ওই অফার ৷ এবার আবার ‘জিও-অপো মনসুন’ দুর্দান্ত অফার নিয়ে হাজির সংস্থা ৷
Disclaimer: Reliance Industries Ltd. is the sole beneficiary of Independent Media Trust which controls Network18 Media & Investments Ltd.