এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহণ সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, নগর ও উন্নয়ন দফতরের সচিব ওঙ্কার সিং মিনা, জেলা শাসক অন্তরা আচার্য, সাংসদ সৌগত রায় প্রমুখ ৷
গত ছ’ বছর ধরে মাত্র কয়েক মিটার জমি জটে ঝুলে ছিল নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর মেট্রো সম্প্রসারণের কাজ। এক দিকে বরাহনগর আরেক দিকে কামারহাটি, এই দুই পুরসভার এলাকা মিলিয়ে ৬০০ মিটার ফাঁকা পাচ্ছিলেন না মেট্রো কর্তৃপক্ষ। তবে আগেই বরাহনগর পুরসভার ২৫০ মিটার অংশের দখলদারদের বিকল্প বাসস্থানের ব্যবস্থা করে দিয়ে জমি ফাঁকা করে দেওয়া হয়েছে। কিন্তু সমস্যা ছিল কামারহাটির রাজীব নগর নিয়ে। সেখানে ৩৫০ মিটার অংশে দখলদার থাকায় থমকে ছিল মেট্রোর কাজ। দীর্ঘ টালবাহানার পর অবশেষে কয়েক মাস আগেই সেই জটিলতা কেটে যায়।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 14, 2017 4:25 PM IST