১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করা হয় অয়ন শীলের। তাঁকে পাসপোর্ট জমা রাখতে হবে। মোবাইল নম্বর দিতে হবে ইডি আইও-কে। ইডি কোর্ট এলাকার বাইরে যেতে পারবেন না। নিয়মিত বিচারপর্বে আদালতে হাজিরা দিতে হবে। তদন্তে সহযোগিতা করতে হবে। নথি বিকৃত করা যাবে না।
advertisement
এদিকে, ফের সর্বোচ্চ আদালতে পিছিয়ে গেল নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি। ইডি এবং সিবিআই হেফাজতে এবং জেল হেফাজতে কতদিন ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী তা জানতে চেয়েছিল সর্বোচ্চ আদালতের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ।
সূত্রের খবর, সেই সংক্রান্ত তথ্য আদালতে দিতে দেরি করেছেন আইনজীবীরা। তার পরিপ্রেক্ষিতে বিচারপতি সূর্যকান্ত বলেন— “গতকাল রাতে এই রিপোর্টের খোঁজ আমরা করছিলাম। কিন্তু আপনারা রিপোর্ট জমা দেননি।” ক্ষোভ প্রকাশ করে বিচারপতি বলেন, ‘ইউ ক্যান নট টেক কোর্ট ফর গ্র্যান্টেড, উই নিড টু কিপ সার্টেন ওয়ার্ক কালচার হিয়ার”। বস্তুত, আদালতকে মর্যাদা দেওয়া ও আইনজীবীদের কর্ম সংস্কৃতি নিয়ে রীতিমতো উষ্মা প্রকাশ করেন বিচারপতি।
সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায় জামিন মামলায় বিচারপতি সূর্যকান্ত তাঁর পর্যবেক্ষণে আরও বলেন, “রিপোর্ট পড়তে আমাদের একটু সময় লাগবে।” এরপরেই আদালতের তরফে শুনানি পিছিয়ে দেওয়া হয়। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী বুধবার।