TRENDING:

কলকাতা-জেলার আকাশে রহস্যময় আলো, কিসের আলো? উত্তর দিলেন জ্যোতির্বিজ্ঞানী

Last Updated:

কলকাতা থেকে জেলা, বৃহস্পতিবার সন্ধ্যার আকাশে আচমকা দেখা গেল অদ্ভুত আলো, আর সেই আলো ঘিরেই দানা বেঁধেছে নানা রহস্য! সাধারণ মানুষের কল্পনা তুঙ্গে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কলকাতা থেকে জেলা, বৃহস্পতিবার সন্ধ্যার আকাশে আচমকা দেখা গেল অদ্ভুত আলো, আর সেই আলো ঘিরেই দানা বেঁধেছে নানা রহস্য! সাধারণ মানুষের কল্পনা তুঙ্গে! কেউ বা বলছেন ভিনগ্রহীরা এসেছিল, কারও বা মত এ নির্ঘাৎ উড়ন্ত চাকতি বা ফ্লায়িং সসার! কিন্তু ঠিক কী কারণে হঠাৎ সন্ধ্যার আকাশ আলোয় আলোকময় হয়ে উঠল?
advertisement

কিসের আলো? এই প্রশ্নে শোরগোল গোটা রাজ্যে। কিসের আলোয় আলোকিত পূব আকাশ? বাড়ছে রহস্য। কয়েক মিনিট ধরে দেখা যায় রহস্যময় আলো, দাবি প্রত্যক্ষদর্শীদের। কলকাতা, বাঁকুড়া, বীরভূম-রাজ্যের বিভিন্ন জায়গায় রহস্যময় আলো। আকাশের এক কোণে যেন সার্চলাইটের মতো আলো এটি। কীভাবে এই আলো এল? সেই প্রশ্নই এখন রাজ্য জুড়ে।

জ্যোতির্বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী জানিয়েছেন, "এটা কোন স্যাটেলাইটের কিউব বা খন্ডাংশ হতে পারে যা ১০ থেকে ১২ গ্রাম ওজনের হবে। অত্যন্ত দ্রুত গতিতে এটি পৃথিবীর দিকে নেমে আসছে। যত কাছে এসেছে ততই এর গতি বেড়েছে। পুরুলিয়া থেকে বাংলাদেশ বর্ডার সর্বত্রই এটি দেখা গিয়েছে। ৫টা বেজে ৫০ নাগাদ বেশি নজরে পড়েছে।"

advertisement

তিনি আরও জানান, ‘‘এখন উল্কাবৃ্ষ্টি হচ্ছে, তবে সেটা রাত ১২টা নাগাদ হয়। কিন্তু, এক্ষেত্রে আলোর আকার কিছুটা বড়। এটা যে জেমিনিড শাওয়ার নয় সে ব্যাপারে নিশ্চিত।’’

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

অন্যদিকে, অনেকে এটাকে অগ্নি ৫ মিসাইল টেস্টের প্রসঙ্গে যোগ করেছেন। যদিও এ'নিয়ে এখনও নিশ্চয়তা দেয়নি প্রতিরক্ষা মন্ত্রক। তবে আজকে অগ্নি ৫ মিসাইল টেস্ট হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
কলকাতা-জেলার আকাশে রহস্যময় আলো, কিসের আলো? উত্তর দিলেন জ্যোতির্বিজ্ঞানী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল