কিসের আলো? এই প্রশ্নে শোরগোল গোটা রাজ্যে। কিসের আলোয় আলোকিত পূব আকাশ? বাড়ছে রহস্য। কয়েক মিনিট ধরে দেখা যায় রহস্যময় আলো, দাবি প্রত্যক্ষদর্শীদের। কলকাতা, বাঁকুড়া, বীরভূম-রাজ্যের বিভিন্ন জায়গায় রহস্যময় আলো। আকাশের এক কোণে যেন সার্চলাইটের মতো আলো এটি। কীভাবে এই আলো এল? সেই প্রশ্নই এখন রাজ্য জুড়ে।
জ্যোতির্বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী জানিয়েছেন, "এটা কোন স্যাটেলাইটের কিউব বা খন্ডাংশ হতে পারে যা ১০ থেকে ১২ গ্রাম ওজনের হবে। অত্যন্ত দ্রুত গতিতে এটি পৃথিবীর দিকে নেমে আসছে। যত কাছে এসেছে ততই এর গতি বেড়েছে। পুরুলিয়া থেকে বাংলাদেশ বর্ডার সর্বত্রই এটি দেখা গিয়েছে। ৫টা বেজে ৫০ নাগাদ বেশি নজরে পড়েছে।"
advertisement
তিনি আরও জানান, ‘‘এখন উল্কাবৃ্ষ্টি হচ্ছে, তবে সেটা রাত ১২টা নাগাদ হয়। কিন্তু, এক্ষেত্রে আলোর আকার কিছুটা বড়। এটা যে জেমিনিড শাওয়ার নয় সে ব্যাপারে নিশ্চিত।’’
অন্যদিকে, অনেকে এটাকে অগ্নি ৫ মিসাইল টেস্টের প্রসঙ্গে যোগ করেছেন। যদিও এ'নিয়ে এখনও নিশ্চয়তা দেয়নি প্রতিরক্ষা মন্ত্রক। তবে আজকে অগ্নি ৫ মিসাইল টেস্ট হয়েছে।