গ্রেফতার হওয়ার প্রায় ৪ মাস পর জামিনের আবেদন করেন জ্যোতিপ্রিয় মল্লিক। মূলত রেশন বন্টন দুর্নীতির সঙ্গে তিনি জড়িত নন এবং তার অসুস্থতার কথা আগেই আদালতে জানিয়েছেন। এই দুটি কারণ দেখিয়েই জামিনের আবেদন করেন প্রাক্তন খাদ্যমন্ত্রী।
আরও পড়ুন– রোগা বলে হীনম্মন্যতা? সব ছেড়ে কলা কাজে লাগান এই ভাবে, পরামর্শ দিচ্ছেন ডাক্তারবাবু
advertisement
গতকাল অর্থাৎ ১৯ ফেব্রুয়ারি জামিনের আবেদনের শুনানির দিন ধার্য ছিল কিন্তু গতকাল সেই শুনানি হয়নি পরবর্তী দিন ধার্য করা হয় ২০ ফেব্রুয়ারি কিন্তু আজও শুনানি হল না জ্যোতিপ্রিয় মল্লিকের। মামলার সম্ভাব্য শুনানি হবে ২৮ ফেব্রুয়ারি।
ইতিমধ্যেই রেশন দুর্নীতির টাকা নয়ছয়ের অভিযোগ তুলেছে ইডি জ্যোতিপ্রিয়ের বিরুদ্ধে । এবং ইডির অভিযোগ, শঙ্কর আঢ্য ২০ হাজার কোটি টাকা বিদেশে লেনদেন করেছেন। যার মধ্যে ১০ হাজার কোটি টাকা জ্যোতিপ্রিয় মল্লিকের। এই বিষয়কে সামনে রেখে তদন্তে গতি আনছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।