TRENDING:

রাখিতেও থিমের রমরমা, 'দিদি'র জন্য রাখি তৈরি করছেন বিশেষ চাহিদাসম্পন্নরা

Last Updated:

তমলুকের নিমতৌড়ির এক সেন্টারে বিশেষ চাহিদাসম্পন্নরা তৈরি করছেন রঙ বেরঙের রাখি। হুগলির হরিপালেও শেষ মুহূর্তের কাজে ব্যস্ত স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ১৫ অগাস্ট রাখি। নাওয়া খাওয়া ফেলে তাই রাখি তৈরির কাজ চলছে। তমলুকের নিমতৌড়ির এক সেন্টারে বিশেষ চাহিদাসম্পন্নরা তৈরি করছেন রঙ বেরঙের রাখি। হুগলির হরিপালেও শেষ মুহূর্তের কাজে ব্যস্ত স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।
advertisement

ওরা এখন ভীষণ ব্যস্ত। রাখি আসছে যে...

দিনরাত এক করে তাই রঙ বেরঙের রাখি তৈরি করছে মিনু, তপু, বিদিশারা...

ওরা কথা বলতে পারে না, শুনতেও পায় না...কিন্তু ওদের মনে হাজারও স্বপ্নের জাল... সেই স্বপ্নের ছোঁয়াতেই শিল্পের জাদু...

তমলুকের নিমতৌড়ির এই সেন্টারে সারা বছরই ওরা গয়না, রাখি তৈরি করে। কিন্তু রাখি এলে চাপ বেড়ে যায়।

advertisement

থিম পুজোর মতই এবার থিম রাখির চাহিদা বেড়েছে। বৃক্ষ রোপণ, জল সংরক্ষণ, কন্যাশ্রীর মত সরকারি প্রকল্পও রাখিতেই ফুটিয়ে তুলেছে ওরা।

হুগলির হরিপালেও এখন রাখি তৈরির চরম ব্যস্ততা। ১৫ হাজার রাখি তৈরির বরাত পেয়েছেন ব্রাহ্মনপাড়ার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।

ওদের তৈরি রাখি দিয়েই এবার দিদিকে বলোর প্রচারে নামবেন হরিপালের তৃণমূল কর্মীরা।

হরিপালের মধুমিতা চেনেন না তমলুকের মিনুকে... মিনুও চেনেনা মধুমিতাকে। কিন্তু রাখি কোথাও যেন বন্ধন ঘটিয়ে দিল.....

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

বাংলা খবর/ খবর/কলকাতা/
রাখিতেও থিমের রমরমা, 'দিদি'র জন্য রাখি তৈরি করছেন বিশেষ চাহিদাসম্পন্নরা