ওরা এখন ভীষণ ব্যস্ত। রাখি আসছে যে...
দিনরাত এক করে তাই রঙ বেরঙের রাখি তৈরি করছে মিনু, তপু, বিদিশারা...
ওরা কথা বলতে পারে না, শুনতেও পায় না...কিন্তু ওদের মনে হাজারও স্বপ্নের জাল... সেই স্বপ্নের ছোঁয়াতেই শিল্পের জাদু...
তমলুকের নিমতৌড়ির এই সেন্টারে সারা বছরই ওরা গয়না, রাখি তৈরি করে। কিন্তু রাখি এলে চাপ বেড়ে যায়।
advertisement
থিম পুজোর মতই এবার থিম রাখির চাহিদা বেড়েছে। বৃক্ষ রোপণ, জল সংরক্ষণ, কন্যাশ্রীর মত সরকারি প্রকল্পও রাখিতেই ফুটিয়ে তুলেছে ওরা।
হুগলির হরিপালেও এখন রাখি তৈরির চরম ব্যস্ততা। ১৫ হাজার রাখি তৈরির বরাত পেয়েছেন ব্রাহ্মনপাড়ার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।
ওদের তৈরি রাখি দিয়েই এবার দিদিকে বলোর প্রচারে নামবেন হরিপালের তৃণমূল কর্মীরা।
হরিপালের মধুমিতা চেনেন না তমলুকের মিনুকে... মিনুও চেনেনা মধুমিতাকে। কিন্তু রাখি কোথাও যেন বন্ধন ঘটিয়ে দিল.....