রাখী আগে থাকতেই বলে রেখেছিলেন, তিনি সব কথাই বলবেন বাংলাতে, বললেনও তাই ! এমনকী বলেছিলেন, তাঁর নামও যেন ঘোষণা করা হয় বিশুদ্ধ বাংলায়, সেই মতো বাংলায় রাখী গুলজারকে উপস্থিত দর্শকমণ্ডলীর উদ্দেশ্যে কিছু বলার অনুরোধ করে আমন্ত্রণ জানালেন এদিনের অনুষ্ঠানের সঞ্চালক যিশু সেনগুপ্ত। মুখ্যমন্ত্রী ও অতিথিদের শুভেচ্ছা জানিয়ে রাখী বলেন, '' আমি এই বাংলার মেয়ে, বাংলা আমার ধমনীতে। মুখ্যমন্ত্রীর কাছে আমি কৃতজ্ঞ।'' ফিল্ম ফেস্টিভ্যালের প্রশংসা করে তিনি বলেন, '' অনেক ফিল্ম ফেস্টিভ্যাল দেখেছি। এত ভালভাবে সবটা করা, সকলকে খুশি করা সহজ কাজ নয়।''
advertisement
কিছু বলার জন্য রাখী গুলজারের নাম ঘোষণা হতেই চেয়ার ছেড়ে উঠলেন অভিনেত্রী, ডাকলেন কিং খানকে। হাত ধরে পোডিয়াম পর্যন্ত নিয়ে গেলেন বাদশা, ঠায় দাঁড়িয়ে থাকলেন রাখীর পাশে, রাখীর সঙ্গে সঙ্গে বাধ্য ছেলের মত রবীন্দ্রনাথ ঠাকুরের 'ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা' আউড়েও গেলেন এবং সবশেষে রাখীর হাত ধরে ফের চেয়ার পর্যন্ত নিয়ে গেলেন শাহরুখ।