২ এপ্রিল মেয়াদ শেষ হচ্ছে রাজ্যসভার তৃণমূল সাংসদ নাদিমুল হক, শুভাশিস চক্রবর্তী, আবিররঞ্জন বিশ্বাস ও শান্তনু সেনের। একইসঙ্গে মেয়াদ শেষ হবে কংগ্রেসের অভিষেক মনু সিংভিরও। সরকারিভাবে তৃণমূলের বিধায়ক এখন ২১৬ জন। দলবদলু মিলিয়ে সংখ্যাটা ২২৫। রাজ্যসভার ভোটে শুধুমাত্র বিধায়করা ভোট দিয়ে থাকেন। একজন রাজ্যসভার প্রার্থীর জয়ের জন্য মোটামুটি ৪৯ জন বিধায়কের ভোট প্রয়োজন। সেক্ষেত্রে বিধায়ক সংখ্যার নিরিখে চারটি আসনে তৃণমূলের জয় নিশ্চিত। রাজ্যে বিজেপির বিধায়ক ৬৭ জন। ফলে সুনিশ্চিত একটি আসনে বিজেপির প্রার্থীরও জয়।
advertisement
সূত্রের খবর, বিজেপি একটি আসনে প্রার্থী দেবে। গতবার কংগ্রেসের বেশ কয়েকজন বিধায়ক ছিলেন। ফলে তৃণমূলের সমর্থনে অভিষেক মনু সিংভিকে রাজ্যসভায় পাঠাতে পেরেছিল তারা। এবার সেই সুযোগ রাজ্য কংগ্রেসের নেই। তবে বিধায়কের হিসাবে চার তৃণমূলের ও এক বিজেপির নিশ্চিত।