'পাখি যত বড় হবে তার পিছনে কাগজের পরিমাণ ততটাই বেশি লাগবে'
রাজ্য গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, শুটাররা ফোন ট্যাপিং থেকে বাঁচতে এই ধরনের কোড ব্যবহার করে থাকে। সেই কারণে অপারেশনের সময় তারা ফোন ব্যবহার করে না। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, এক্ষেত্রে, কাগজ মানে বোঝায় টাকা, আর 'ঠান্ডাই' মানে বোঝায় টার্গেটের ছবি। আর খুন হয়ে যাবার পর সেটিকে পাখি বলা হয় শুটারদের ভাষায়।
advertisement
টার্গেট প্রভাবশালী হলে, সেই অনুযায়ী কাগজের পরিমাণ বাড়তে থাকে। 'নয় ঘোড়া' মানে বোঝায় নাইন এম এম পিস্তল,' দানা' হল গুলির কোড নাম। যদিও গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, যে কোড সময়ে সময়ে শার্প শুটাররা বদলাতে থাকেন। তদন্তকারীরা মনে করছে যে, রাজু ঝা-র খুনের বরাত দিতে এইরকমই কোড কথা ব্যবহার করেছিল শার্প শুটাররা।
'"কাগজ" আর "ঠান্ডাই" দিলেই ঠিক সময়ে উড়ে যাবে পাখি।' সূত্রের খবর, রাজু ঝা-র খুনের টেন্ডার পেতেই এই কোড ব্যবহার করেছিল শার্প শুটাররা।