এখানেই শেষ নয়, তাপসের সংযোজন, ''দু'বছর ধরেই দলে আমার কোন স্ট্যাটাস নেই। একটা দলে চাকর আর বাবু, আর দলে আমার স্ট্যাটাসটা চাকরের কাজ। চাকরদের সম্মান জানিয়ে বলছি, আমি চিরকাল সমজীবী মানুষের লড়াই করেছি। যারা ২০২১ সালে সাম্প্রদায়িকতাকে সমর্থন করেছিলেন। দিদিকে বেগম মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তারা নানান কারণে স্থান পেয়ে যান। স্থান পান না আমার মত লোকেরা।''
advertisement
আরও পড়ুন: গরু পাচার কাণ্ডে রাতের ঘুম উড়ে গেল অনুব্রতর, এক পদক্ষেপেই ফের বাজিমাত CBI-এর!
এরপর নিজের সাংগঠনিক দক্ষতার কথা তুলে ধরতে তাপস চট্টোপাধ্যায় বলেন, ''মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ এবং অনুপ্রেরণায় একুশের বিধানসভা ভোটে ৫৬ হাজার ভোটে জিতেছি। নিউটাউনের ইতিহাসে কেউ কখনও এত ভোটে জিততে পারেনি।''
আরও পড়ুন: 'চিঠি যখন পাওয়া গেছে..', অবিলম্বে মমতাকে জিজ্ঞাসাবাদের দাবি তুললেন শুভেন্দু অধিকারী
তাঁর বিধানসভা এলাকায় হয়ে গেল বিজয়া সম্মিলনী, অথচ তিনিই ডাক না পাওয়া প্রসঙ্গে আরও ক্ষোভ উগড়ে তাপসবাবু বলেন, ''আমি ৩৯ বছর ধরে জনপ্রতিনিধিত্ব করছি রাজারহাটে। ৪৬ বছরের আমার রাজনৈতিক জীবন। সেখানে দাঁড়িয়ে আমি সম্মানটাই চাই। কিন্তু আমার কোনও কথা বলার সুযোগ নেই। কীভাবে কথা বলতে হয় দলে, আমার জানা নেই। এবং সিপিএম থেকে আসার পর যদি আমার সততা নিয়ে কোনও প্রশ্ন থাকে, তাহলে আমার কিছু করার নেই।''
--অনুপ চক্রবর্তী