প্রান্তিকের পরিচালনায় আর জি কর কাণ্ডের পটভূমিতে ‘আগমনী’ নামে শর্ট ফিল্ম তৈরি করা হয়েছে, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রাজন্যা হালদার। মহালয়ায় শর্ট ফিল্ম মুক্তির আগেই টিএমসিপি থেকে সাসপেন্ড করা হয়েছে তাঁদের। দল বিরোধী কাজের জন্য সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য।
আরও পড়ুন: অনড় রাজন্যা-প্রান্তিক, মহালয়াতেই বিতর্কিত ছবির মুক্তি! শাস্তির পর কী বলছেন দু জনে?
advertisement
মহালয়ার দিন আগামী ২ অক্টোবর এই সিনেমা রিলিজ করার কথা ছিল। প্রান্তিক ও রাজন্যা উভয়েই জানিয়েছেন, “এখনও পর্যন্ত ২ অক্টোবরই ছবিটি মুক্তি পাওয়ার কথা। সেটা পিছিয়ে দেওয়া নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।” আপাতত সিনেমার নির্মাতারা সিদ্ধান্ত নিয়েছেন, মহালয়ার দিন এই সিনেমা রিলিজ করা হবে।
দল থেকে সাসপেন্ড হওয়ার পর রাজন্যা অবশ্য তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের পুজোর গান, দেবের ‘প্রধান’ সিনেমার প্রসঙ্গ টেনে প্রশ্ন তুলেছেন, তাঁরা কি তাঁদের শিল্পকর্মের বিষয়বস্তু নিয়ে দলের থেকে অনুমতি নিয়েছিলেন? রাজন্যা ও প্রান্তিক জানিয়েছেন, মহিলাদের ট্রেনে, বাসে, ট্রামে বা সমাজের নানা স্তরে যে হেনস্থার শিকার হতে হয়, তারপরে কেউ তার সঙ্গে আপোস করে নেন, কেউ বা প্রতিবাদে সরব হন। আমাদের গল্পটা একেবারেই কণ্ঠ ছাড়ার গল্প। ইতিবাচক বার্তা দেওয়ার গল্প। প্রত্যেক নির্যাতিতার প্রতিবাদী হয়ে ওঠার হওয়ার গল্প, যাঁরা তিলোত্তমার থেকে এই শক্তিটা পাচ্ছে, মা দুর্গার থেকে এই শক্তিটা পাচ্ছেন। ২ তারিখ যে শর্টফিল্মটা আসছে সেটাই উত্তর দেবে। এর আগেও আমরা দলের হয়ে নানা সময় মঞ্চে দাঁড়িয়ে যে কথা বলেছি, আজও সেই কথাই বলছি, দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত। মহালয়ার দিনে ২ অক্টোবর মুক্তি পাচ্ছে এই ছবি। পোস্টার দেখে তো বিচার করা যায় না। অনেক মানুষই এর গল্প, এর বিষয়বস্তু জানেন না। আদৌ এতে কতটা নেতিবাচক দিক আছে বা ইতিবাচক দিক আছে জানেন না। আমার মনে হয় এরপর আরও বেশি করে এটি সবার সামনে নিয়ে আসা উচিত এবং সবার জানা উচিত আসল বিষয়টা কী।’