TRENDING:

আলকায়দা লিঙ্কম্যান মনতোষের বাড়িতে তল্লাশি, উদ্ধার প্রচুর অস্ত্র ও একটি রহস্যময় ডায়েরি

Last Updated:

আলকায়দা লিঙ্কম্যান মনতোষের বাড়িতে তল্লাশি, উদ্ধার প্রচুর অস্ত্র ও একটি রহস্যময় ডায়েরি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আলকায়দার লিঙ্কম্যান মনতোষের ডেরায় তল্লাশি। বসিরহাটে মনোতোষের দুই স্ত্রীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম। মিলেছে ম্যাপ ও ডায়েরি। বসিরহাটের দক্ষিণপাড়ার রঘুনাথপুরে স্ত্রী আফরোজা বিবির বাড়িতে তল্লাশিতে উদ্ধার ৫টি ওয়ান শটার,১২টি নাইন এমএম পিস্তল। - উদ্ধার হয়েছে ১টি দেশি ও ১টি নাইন এমএম পিস্তল। এছাড়াও বিভিন্ন ধরনের ৩৫টি কার্তুজ ও ২টি সিল প্যাকেটে বিস্ফোরক উদ্ধার হয়েছে।
advertisement

আলকায়দার লিঙ্কম্যান মনতোষের ডেরায় তল্লাশি। বসিরহাটে মনোতোষের দুই স্ত্রীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম। মিলেছে ম্যাপ ও ডায়েরি। উদ্ধার ডায়েরিতে একাধিক ব্যক্তির নাম রয়েছে। মনোতোষের দুই স্ত্রীর ভূমিকাও খতিয়ে দেখছে এসটিএফ।

অস্ত্র পাচারকারী মনতোষের ডেরায় এসটিএফের তল্লাশি। শনিবার গোয়েন্দারা মনোতোষের এক স্ত্রী গৌরী দে'র বাড়িতে তল্লাশি চালান। বসিরহাটের মৈত্রী বাগানের বাড়ি থেকে প্রচুর অস্ত্র, কার্তুজ ও বিস্ফোরক উদ্ধার হয়েছে।

advertisement

এক নজরে উদ্ধার সামগ্রীর তালিকা

- ১২টি নাইন এমএম পিস্তল

- বেশ কয়েক রাউন্ড গুলিও উদ্ধার হয়েছে

- একটি ডায়েরি পেয়েছেন গোয়েন্দারা

- সেখানে বেশ কয়েকজনের নাম লেখা

- তারা মনতোষের অস্ত্র কারবারে জড়িত বলে সন্দেহ

- এছাড়াও রাজ্য ও সীমান্তবর্তী এলাকার ম্যাপ উদ্ধার

- ম্যাপে কালো ও লাল কালিতে কলকাতার কয়েকটি জায়গা, বসিরহাট ও পেট্রাপোল চিহ্নত করা রয়েছে

advertisement

এরপরই মনোতোষের আরএক স্ত্রী আফরোজা বিবির বাড়িতে তল্লাশি চালান হয়। বসিরহাটের দক্ষিণপাড়ার রঘুনাথপুরে তল্লাশি চালান গোয়েন্দারা। সেখান থেকেও উদ্ধার হয় প্রচুর অস্ত্র,

- উদ্ধার হয় ৫টি ওয়ান শটার,১২টি নাইন এমএম পিস্তল

- ১টি দেশি ও ১টি নাইন এমএম পিস্তল

- বিভিন্ন ধরনের ৩৫টি কার্তুজ

- ২টি সিল প্যাকেটে বিস্ফোরক উদ্ধার

advertisement

মনতোষের অস্ত্র কারবারের সঙ্গে তার স্ত্রী'দের কোনও যোগ আছে কিনা? তাও খতিয়ে দেখছেন এসটিএফের গোয়েন্দারা।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
আলকায়দা লিঙ্কম্যান মনতোষের বাড়িতে তল্লাশি, উদ্ধার প্রচুর অস্ত্র ও একটি রহস্যময় ডায়েরি