রবীন্দ্র সরোবরে কিশোরের ডুবে মৃত্যুতে রবীন্দ্র সরোবর থানায় নেগলেজেন্সি বা গাফিলতির অভিযোগ আনা হয়েছে। লিখিত অভিযোগে জলাশয় ও পাড় পরিস্কার হয় না বলে অভিযোগ করা হয়েছে। এই গাফলতির কারণেই কিশোরের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে পরিবার। লিখিত অভিযোগ করা হয়েছে। তারই ভিত্তি 106(1)BNS অর্থাৎ গাফিলতিতে মৃত্যুর অভিযোগে এফআইআর করা হয়েছে। এফআইআর হয়েছে অজ্ঞাতপরিচয়ের বিরুদ্ধে।
advertisement
আরও পড়ুন- সাতসকালেই চরম দুঃসংবাদ! সুইমিংপুলে নামাটাই কাল হল, রবীন্দ্র সরোবরে তলিয়ে গেলেন যুবক
পুলিশ সূত্রে দাবি, পরিবার যে অভিযোগ এনেছে রক্ষণাবেক্ষণের অভাবে গাফিলতিতে মৃত্যু, সেক্ষেত্রে ওই অংশে যাঁরা দেখভালের দায়িত্বে আছেন তাঁদের ভূমিকা অনুসন্ধান করা হবে। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট বলছে, ডুবে যাওয়ার পরে নাক মুখ দিয়ে অতিরিক্ত জল ভিতরে চলে যায়। শ্বাস রুদ্ধ হয়ে মারা যায় ওই কিশোর। অর্থাৎ জলে ডুবে যাওয়ার কারণেই মৃত্যু হয়েছিল তাঁর। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, সাঁতার কাটার সময় কিশোরের পায়ে শ্যাওলা জড়িয়ে গিয়েছিল। আর তাতেই সেই কিশোর তলিয়ে যেতে থাকে।