TRENDING:

R G kar Case: আজ রাতেও মহিলাদের সমাবেশ, ১৪ অগাস্টের পুনরাবৃত্তি নয়, আগে থেকেই ব্যাপক পুলিশ মোতায়েনের নির্দেশ

Last Updated:

রাজ্য পুলিশের তরফে নির্দেশ, শান্তিপূর্ণভাবে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে হবে। আজ, রবিবার, ১৮ অগাস্ট কোথায় কোথায় মহিলাদের রাত জাগো কর্মসূচি রয়েছে, তা নিয়ে বিস্তারিত রিপোর্ট নিয়েছে রাজ্য পুলিশ। কোথায় কত জমায়েত হতে পারে তা অ্যাসেসমেন্ট করেই পর্যাপ্ত পুলিশে নিরাপত্তা মোতায়নের নির্দেশ দেওয়া হয়েছে বলে রাজ্য পুলিশের সূত্রের খবর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: গত ১৪ অগাস্টের মতো আজ, রবিবার রাতেও বেশ কিছু জায়গায় রয়েছে মহিলাদের রাত জাগো কর্মসূচি৷ এবার তা নিয়ে পুলিশ প্রশাসনকে সতর্ক করল রাজ্য পুলিশ৷ সেক্ষেত্রে, পরিস্থিতি পর্যালোচনা করে পর্যাপ্ত পরিমাণ পুলিশ মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে৷ পাশাপাশি, যথেষ্ট সংখ্যক মহিলা পুলিশ রাখারও পরামর্শ দেওয়া হয়েছে৷ নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের৷
advertisement

রাজ্য পুলিশের তরফে নির্দেশ, শান্তিপূর্ণভাবে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে হবে। আজ, রবিবার, ১৮ অগাস্ট কোথায় কোথায় মহিলাদের রাত জাগো কর্মসূচি রয়েছে, তা নিয়ে বিস্তারিত রিপোর্ট নিয়েছে রাজ্য পুলিশ। কোথায় কত জমায়েত হতে পারে তা অ্যাসেসমেন্ট করেই পর্যাপ্ত পুলিশে নিরাপত্তা মোতায়নের নির্দেশ দেওয়া হয়েছে বলে রাজ্য পুলিশের সূত্রের খবর।

আরও পড়ুন: কে রটিয়েছিল আত্মহত্যার খবর? জানুক CBI, এমন একশো প্রশ্নের উত্তর চান সুখেন্দুশেখর

advertisement

প্রসঙ্গত, গত ১৪ অগাস্ট রাতে মেয়েদের রাস্তা দখলের কর্মসূচির মাঝেই একদল উন্মত্ত জনতা পুলিশের ব্যারিকেড ভেঙে ঢুকে পড়েছিল আরজি কর মেডিক্যাল কলেজের চত্বরে৷ তারপর চলে বেলাগাম ভাঙচুর৷ জরুরি বিভাগ অর্থাৎ, যে ববনের চারতলায় তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল, সেখানেই ভাঙচুরের ঘটনা ঘটায় তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ ওঠে৷ একে অপরকে দোষারোপ করে তৃণমূল ও বাম-বিজেপি৷ অন্যদিকে, কলকাতা হাইকোর্টও বিষয়টিতে ক্ষোভ প্রকাশ করে সিবিআই-কে ঘটনাটি খতিয়ে দেখার নির্দেশ দেয়৷

advertisement

আরও পড়ুন: মহিলা পুলিশকর্মীর উপরে হামলার ঘটনা…এবার মুখ খুললেন শুভেন্দু! সরাসরি মুখ্যমন্ত্রীকে একগুচ্ছ প্রশ্ন

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

পরে সাংবাদিক বৈঠকে এ বিষয়ে পুলিশের ব্যর্থতা কার্যত মেনেই নিয়েছিলেন কলকাতার নগরপাল বিনীত গোয়েল৷ সাংবাদিক বৈঠক ডেকে কলকাতা পুলিশের সিপি স্বীকার করে নেন, আরজি করের সামনে যে অত বিপুল সংখ্যক মানুষের জমায়েত হবে, তা আন্দাজই করতে পারেনি কলকাতা পুলিশ৷ তবে একইসঙ্গে ওই দিন হাসপাতালে হামলার ঘটনায় যারা জড়িত, তারা বিচ্ছিন্ন ভাবেই জমায়েত করেছিল৷ ফলে পরিকল্পিত ভাবে হাসপাতালে ভাঙচুর করে প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছিল, তা মানতে চাননি নগরপাল৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
R G kar Case: আজ রাতেও মহিলাদের সমাবেশ, ১৪ অগাস্টের পুনরাবৃত্তি নয়, আগে থেকেই ব্যাপক পুলিশ মোতায়েনের নির্দেশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল