TRENDING:

RG Kar Doctor Death: 'মেয়েদের রাত দখল' কর্মসূচিকে ‘নাটক’ বলে কটাক্ষ! বাম-বিজেপির যোগ নিয়ে একের পর এক পোস্ট কুণাল ঘোষের

Last Updated:

অন্য আরেকটি পোস্টে বামেদের সরাসরি আক্রমণ করে কুণালের পোস্ট, ‘RGKar. প্রতিবাদ আমরা সবাই করছি। কিন্তু বামরাম মুখোশ পরে রাতে পথনাটিকা করবে। তাতে সামিল হবেন না। ওরা বানতলা, ধানতলাসহ অসংখ্য ঘটনার ধারক বাহক। এখন একটি বিচ্ছিন্ন কুৎসিত ঘটনা নিয়ে ঘোলাজলে মাছ ধরতে নেমেছে।’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনার বিচার চেয়ে স্বাধীনতা দিবসের আগের দিন অর্থাৎ, ১৪ অগাস্ট রাতে পথে নামার ডাক দিয়েছেন মহিলারা৷ ‘মেয়েদের রাত দখল’ কর্মসূচির পিছনে বাম-বিজেপি রয়েছে বলে সোশ্যাল মিডিয়ার একের পর এক পোস্টে দাবি করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ৷
advertisement

এদিন একটি পোস্টে কুণাল লেখেন, ‘আরজিকর। আসল দোষী/দের ফাঁসি হোক। কোনও প্রভাবশালী থাকলেও যেন ছাড় না পায়। এই দাবি থাকবে। তবে, বামরামের রাজনৈতিক ইভেন্টে পা দেবেন না। রাতে অসংখ্য মা-বোন কাজ করেন, যাতায়াত করেন, অফিস করেন। তার জন্য রাত দখলের নাটক সাজাচ্ছে তারা, যাদের জমানা এইসব ঘটনায় কলুষিত। অরাজনীতির মুখোশ চলছে।’

advertisement

আরও পড়ুন: ‘দোষীদের আড়াল করার চেষ্টা করছে হাসপাতাল!,’ আর জি কর কাণ্ডে নজিরবিহীন শাস্তির দাবি রাহুল গান্ধির

এখানেই শেষ নয়, আরেকটি পোস্টে কুণাল ঘোষের বক্তব্য, ‘এরপর থানায় বধূনির্যাতন, বধূহত্যা বা শাশুড়ি নির্যাতনের মামলা এলে পুলিশ সংশ্লিষ্ট শাশুড়ি, ননদ, বউমাকে পুলিশ ধরবে না তো?  সবাই তো মহিলা। আজ যারা নাটকের ইভেন্টে যাবেন, সেই বিশেষজ্ঞরা কী বলেন? RGKar. প্রতিবাদ আমাদেরও। দোষীদের শাস্তি আমরাও চাই। তবে রামবামের সুযোগসন্ধানী নাটকে নেই।’

advertisement

advertisement

আরও পড়ুন: দিনভর বন্ধ আউটডোর পরিষেবা, পরিস্থিতি সামলাতে নবান্নের নির্দেশে বৈঠক স্বাস্থ্য সচিবের

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

অন্য আরেকটি পোস্টে বামেদের সরাসরি আক্রমণ করে কুণালের পোস্ট, ‘RGKar. প্রতিবাদ আমরা সবাই করছি। কিন্তু বামরাম মুখোশ পরে রাতে পথনাটিকা করবে। তাতে সামিল হবেন না। ওরা বানতলা, ধানতলাসহ অসংখ্য ঘটনার ধারক বাহক। এখন একটি বিচ্ছিন্ন কুৎসিত ঘটনা নিয়ে ঘোলাজলে মাছ ধরতে নেমেছে।’

বাংলা খবর/ খবর/কলকাতা/
RG Kar Doctor Death: 'মেয়েদের রাত দখল' কর্মসূচিকে ‘নাটক’ বলে কটাক্ষ! বাম-বিজেপির যোগ নিয়ে একের পর এক পোস্ট কুণাল ঘোষের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল