তথ্য প্রমাণ লোপাট সহ বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে আরজি কর ধর্ষণ ও খুন কাণ্ডে৷ সেই ঘটনারই তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এদিনের স্টেটাস রিপোর্টে সিবিআই-এর তরফে জানানো হয়েছে, তদন্তের প্রয়োজনে আরজি কর হাসপাতাল থেকে আরও কিছু ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে৷ আগেও তদন্তের খাতিৃরে অনেককে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এখন আবারও নতুন করে ২৪ জনের বয়ান নেওয়া হয়েছে।
advertisement
আরজি কর কাণ্ডে নির্দিষ্ট গতিতে তদন্ত এগোচ্ছে বলে আদালতে সিবিআই দাবি করলেও বিলম্বিত প্রক্রিয়া নিয়ে নির্যাতিতার বাবা যে সন্তুষ্ট নন, এদিন আদালতে তাঁর কথাতেই তা স্পষ্ট হয়েছে৷ নির্যাতিতার বাবা এদিন আদালতের সামনে প্রশ্ন তোলেন আর কতদিন ধরে তদন্ত চলবে? তিনি বলেন, ‘‘আট মাস ধরে শুধু হবে হবে চলছে। ’’ অন্যদিকে,নির্যাতিতার পরিবারের আইনজীবীও বলেন, ‘‘শুধু বলা হচ্ছে তদন্ত চলছে। তদন্তের ফল আমরা দেখতে পাচ্ছি না। তদন্ত শুধু কাগজে কলমে থেকে না যায়।’’
নির্যাতিতার পরিবারসহ তাঁর আইনজীবীকে আশ্বস্ত করে বিচারক অবশ্য বলেন, ‘‘আগে যেটা বলেছি, সেটাই বলছি- নিজেদের ব্রাত্য ভাববেন না৷ ’’ নির্যাতিতার বাবাও বিচারক তথা বিচারব্যবস্থার প্রতি আস্থা জ্ঞাপন করে শেষে জানান, ‘‘আপনার ভরসাতে আছি৷’’ আগামী ২৮ এপ্রিল সিবিআই-কে পরবর্তী ‘স্টেটাস রিপোর্ট’ দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।