TRENDING:

Puja Special Train: বিরাট সিদ্ধান্ত রেলের, চালু হচ্ছে পুজো স্পেশ্যাল ট্রেন! কোন কোন রুটে, জানুন

Last Updated:

Puja Special Train: পুজোয় পর্যটকদের জন্য দারুণ খবর। আপনার বেড়ানোর সুবিধা হবে কি এই স্পেশ্যাল ট্রেনে?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আসন্ন পুজোর সিজনে যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করার লক্ষ্যে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে আরও চার জোড়া পুজো স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই পুজো স্পেশ্যাল ট্রেনগুলি নিউ জলপাইগুড়ি-শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি ও নিউ জলপাইগুড়ি-হাওড়া-নিউ জলপাইগুড়ির মধ্যে চলাচল করবে।
পুজো স্পেশ্যাল ট্রেন
পুজো স্পেশ্যাল ট্রেন
advertisement

৮২৩১৫নং. (শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি) সুবিধা পুজো স্পেশ্যাল ট্রেনটি একটি ট্রিপের জন্য ২১ অক্টোবর, ২০২৩ তারিখের (শনিবার) ২৩.৪০ ঘণ্টায় শিয়ালদহ থেকে রওনা দিয়ে নিউ জলপাইগুড়ি পৌঁছবে পরের দিন ১০.৪৫ ঘণ্টায়। ফেরত যাত্রার সময় ৮২৩১৬নং. (নিউ জলপাইগুড়ি-শিয়ালদহ) সুবিধা পুজো স্পেশ্যাল ট্রেনটি একটি ট্রিপের জন্য ২২ অক্টোবর, ২০২৩ তারিখের (রবিবার) ১২.৪৫ ঘণ্টায় নিউ জলপাইগুড়ি থেকে রওনা দিয়ে শিয়ালদহ পৌঁছবে পরের দিন ০০.৩০ ঘণ্টায়। ৮২৩০১নং. (হাওড়া-নিউ জলপাইগুড়ি) সুবিধা পুজো স্পেশ্যাল ট্রেনটি একটি ট্রিপের জন্য ২৫ অক্টোবর, ২০২৩ তারিখের (বুধবার) ২৩.৫৫ ঘণ্টায় হাওড়া থেকে রওনা দিয়ে নিউ জলপাইগুড়ি পৌঁছবে পরের দিন ১০.৪৫ ঘণ্টায়।

advertisement

আরও পড়ুন: আঙুল ফাটানোর অভ্যেসে আর্থারাইটিসের ভয়! চাঞ্চল্যকর দাবি বিশেষজ্ঞদের, জানুন

ফেরত যাত্রার সময় ৮২৩০২নং. (নিউ জলপাইগুড়ি-হাওড়া) সুবিধা পুজো স্পেশাল ট্রেনটি একটি ট্রিপের জন্য ২৬ অক্টোবর, ২০২৩ তারিখের (বৃহস্পতিবার) ১২.৪৫ ঘণ্টায় নিউ জলপাইগুড়ি থেকে রওনা দিয়ে হাওড়া পৌঁছবে পরের দিন ০০.১০ ঘণ্টায়। ০৩১০৩নং. (শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি) পুজো স্পেশ্যাল ট্রেনটি পাঁচটি ট্রিপের জন্য ২৮ অক্টোবর থেকে ২৫ নভেম্বর, ২০২৩ পর্যন্ত প্রত্যেক শনিবার ২৩.৪০ ঘণ্টায় শিয়ালদহ থেকে রওনা দিয়ে নিউ জলপাইগুড়ি পৌঁছবে পরের দিন ১০.৪৫ ঘণ্টায়। ফেরত যাত্রার সময় ০৩১০৪নং. (নিউ জলপাইগুড়ি-শিয়ালদহ) পুজো স্পেশাল ট্রেনটি পাঁচটি ট্রিপের জন্য ২৯ অক্টোবর থেকে ২৬ নভেম্বর, ২০২৩ পর্যন্ত প্রত্যেক রবিবার ১২.৪৫ ঘণ্টায় নিউ জলপাইগুড়ি থেকে রওনা দিয়ে শিয়ালদহ পৌঁছবে পরের দিন ০০.৩০ ঘণ্টায়।

advertisement

আরও পড়ুন: রণবীরকে আরও ‘অ্যানিমাল’ দেখাতে বিরাট ভাবনা পরিচালকের, আপনি তৈরি তো?

০৩০২৭নং. (হাওড়া-নিউ জলপাইগুড়ি) পুজো স্পেশ্যাল ট্রেনটি পাঁচটি ট্রিপের জন্য ০১ নভেম্বর থেকে ২৯ নভেম্বর, ২০২৩ পর্যন্ত প্রত্যেক বুধবার ২৩.৫৫ ঘণ্টায় হাওড়া থেকে রওনা দিয়ে নিউ জলপাইগুড়ি পৌঁছবে পরের দিন ১০.৪৫ ঘণ্টায়। ফেরত যাত্রার সময় ০৩০২৮নং. (নিউ জলপাইগুড়ি-হাওড়া) পুজো স্পেশ্যাল ট্রেনটি পাঁচটি ট্রিপের জন্য ০২ নভেম্বর থেকে ৩০ নভেম্বর, ২০২৩ পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার ১২.৪৫ ঘণ্টায় নিউ জলপাইগুড়ি থেকে রওনা দিয়ে হাওড়া পৌঁছবে পরের দিন ০০.১০ ঘণ্টায়। প্রত্যেকটি পুজো স্পেশ্যাল ট্রেন উভয় পথে যাত্রা করার সময় বান্ডেল, আজিমগঞ্জ জং, মালদহ টাউন, বারসোই ও কিষানগঞ্জ হয়ে চলাচল করবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আবীর ঘোষাল

বাংলা খবর/ খবর/কলকাতা/
Puja Special Train: বিরাট সিদ্ধান্ত রেলের, চালু হচ্ছে পুজো স্পেশ্যাল ট্রেন! কোন কোন রুটে, জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল