প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মমতার বৈঠকের প্রতিবাদে বিক্ষোভে তুলকালাম ধর্মতলা৷ ধর্না মঞ্চের সামনে স্লোগান দিচ্ছেন পড়ুয়ারা৷ পুলিশের সঙ্গে বেঁধে যায় তুমুল ধস্তাধস্তি৷ তড়ঘড়ি ধর্না মঞ্চে ফিরে মমতা বিক্ষোভকারী ছাত্র-ছাত্রীদের শান্ত হতে অনুরোধ করেন৷ কিন্তু তাতেও স্লোগান চালিয়ে যেতে থাকেন ছাত্রছাত্রীরা৷ মমতা মাইক হাতে বিক্ষোভরত পড়ুয়াদের উদ্দেশ্যে বলেন, 'অশান্তি বরদাস্ত করা হবে না৷ আন্দোলনে হিংসা বরদাস্ত নয়৷'
advertisement
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক শেষ করেই এ দিন সোজা ধর্মতলায় সিএএ-এনআরসি বিরোধী তৃণমূল ছাত্র পরিষদের ধর্না মঞ্চে চলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই মঞ্চে গিয়ে প্রধানমন্ত্রীর বেলুড়মঠে রাত্রিবাসকে মমতার কটাক্ষ, 'কেউ হঠাত্ ছুটে যায় বেলুড়মঠে৷ আমরা বিবেকানন্দের সঙ্গেই থাকি৷'
রাজভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ করে বেরিয়েই মমতার কনভয় চলে যায় ধর্মতলায় তৃণমূল ছাত্র পরিষদের ধর্নায়৷ সেখানে সিএএ ও এনআরসি-র বিরুদ্ধে সুর চড়িয়ে তৃণমূল নেত্রী বলেন, 'সিএএ এনআরসি আন্দোলনে গোটা দেশের পাশে আছে বাংলা৷ সিএএ শুধু কাগজে কলমে থাকবে, মানুষ না চাইলে লাগু হবে না৷ সিএএ অসাংবিধানিক৷ কেন্দ্রের ঘুম ভাঙাবে মানুষ৷ আমরা বেলুড়মঠের সঙ্গে আছি৷ ছাত্র-ছাত্রীরা আমাদের গর্ব৷ শেষ পর্যন্ত লড়ব৷ বাংলার মানুষ সিএএ এনআরসি মেনে নেবে না৷ আমরা লাগু করব না৷ জেগে ঘুমচ্ছে কেন্দ্র৷'