আরজি কর হাসপাতালের জুনিয়র চিকিৎসকের মৃত্যুকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত, তাই প্রতিবাদের ঝাঁঝও বেশি ছিল আরজি করের সামনে। প্রচুর মানুষ আরজি করের সামনে থেকে মশাল নিয়ে মিছিল করার জন্য জড়ো হন, শ্যামবাজার পর্যন্ত যাওয়ার কথা ছিল এই মিছিল। প্রচুর মানুষ জড়ো হওয়ায় চূড়ান্ত বিশৃঙ্খলার সৃষ্টি হয় আরজি করের সামনে। মূল গেট ভেঙে ভিতরে ঢোকেন বহিরাগতরা।
advertisement
আরও পড়ুন: আরজি করে ধর্ষণ এবং খুনের ঘটনায় তোলপাড় সারা দেশ, জানেন কে ছিলেন আরজি কর?
পড়ুয়ারা বহিরাগতদের বারবার বেরিয়ে যেতে অনুরোধ করলেও তাঁরা শোনেননি। বহিরাগতরা জোর করে ভিতরে ঢুকে পড়ে। ভাঙচুর চালানো হয় পড়ুয়াদের ধরনা মঞ্চে। এমারজেন্সির গেটও ভেঙে ফেলার চেষ্টা করে বহিরাগতরা। এই বহিরাগত কারা, সেই নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে।
How to Share With Just Friends
How to share with just friends.
Posted by Facebook on Friday, December 5, 2014