বেনিয়াপুকুর থানার পুলিশ ঘটনাস্থলে গেলে তাদেরও হুমকির মুখে পড়তে হয়। অভিযোগ, থানায় গিয়েও প্রধানমন্ত্রীর দফতরের নাম করে হুমকি দেন পুলিশকর্তা রয় অলোক সুকুমার। এরপরই পুলিশ দুজনকে গ্রেফতার করে। আজ ধৃতদের শিয়ালদহ আদালতে তোলা হবে। রয় অলোক সুকুমার সম্পর্কে জানতে গুজরাতে খোঁজখবর নিচ্ছে বেনিয়াপুকুর থানার পুলিশ।
বেকবাগান থেকে গ্রেফতার রয় আলোক সুকুমার ৷ গুজরাত পুলিশকর্তা পরিচয় দেন তিনি ৷ গ্রেফতার সঙ্গী দীপক দারওয়ানি ৷ দীপক নিজেকে ব্যবসায়ী বলে দাবি করেন ৷ বেকবাগান থেকে ২ জনকে গ্রেফতার করে পুলিশ ৷ বুধবার দুপুরে বেকবাগানে এক হোটেলে ওঠেন তাঁরা ৷ ২ তরুণীকে নিয়ে হোটেলে এলে গণ্ডগোলের সূত্রপাত ৷ যৌনকর্মী সন্দেহে ২ তরুণীকে ঢুকতে বাধা ৷ বাধা দেন হোটেলকর্মীরা ৷ হোটেলকর্মীদের সঙ্গে শুরু হয় বচসা ৷ বেনিয়াপুকুর থানার পুলিশ এলে হুমকি ৷ থানায় গিয়েও পিএমওর নাম করে হুমকি ৷ পরে গ্রেফতার করা হয় ২ জনকেই ৷ ধৃতদের পরিচয় খতিয়ে দেখছে কলকাতা পুলিশ ৷ আজ ২ জনকে তোলা হবে শিয়ালদহ আদালতে৷
advertisement