নিমতা খুনের কিনারা শনিবারই করে ফেলে পুলিশ৷ দেবাঞ্জনের মোবাইল সূত্রে ধরা পড়ে অন্যতম অভিযুক্ত বিশাল মারু। ঘটনার পর বেশ কয়েকবার প্রিন্সের সঙ্গে কথা হয় বিশালের। শুরুতে বিশালের বাড়িতে এক দিন ছিল, তারপর গা ঢাকা দেয় প্রিন্স। রাতভর জেরায় প্রিন্স জানিয়েছে, সল্টলেকে সেক্টর থ্রি-র একটি ধাবায় বসে খুনের ছক কষে প্রিন্স ও বিশাল৷ ২ ঘণ্টার মধ্যে দেবাঞ্জনকে খুনের পরিকল্পনা করে তারা৷ দেবাঞ্জনের গতিবিধি দেখার দায়িত্বে ছিল বিশাল৷ প্রিন্সকে সে সব খবর দেয়৷ বিরাটিতে এক বন্ধুর কাছ থেকে আগ্নেয়াস্ত্র নেয়৷
advertisement
বিশালের স্কুটারে চড়ে দেবাঞ্জনের গাড়ি ধাওয়া করে৷ বান্ধবীকে নামিয়ে রাস্তায় গাড়ি থামায় দেবাঞ্জন৷ রাস্তাতেই বচসা বাঁধে দেবাঞ্জন ও প্রিন্সের৷ দেবাঞ্জনকে গুলি চালায় প্রিন্স৷ খুনের পর একাদশী পর্যন্ত বিশালের দমদমের ফ্ল্যাটে গা ঢাকা দেয় প্রিন্স৷ পরে বজবজে মাসির বাড়িতে চলে যায়৷
আরও ভিডিও: ত্রিকোণ প্রেমের কাঁটা সরাতেই কি খুন দেবাঞ্জন দাস ?