TRENDING:

TET Scam | Soma Chakraborty | koushani mukherjee: কৌশানীর হাতেই কুন্তল ঘনিষ্ঠ সোমার পার্লারের প্রোমোশন, টাকা নয় দিয়েছিলেন 'গিফট'

Last Updated:

পেশায় বিউটি পার্লারের মালিক সোমা চক্রবর্তীর সঙ্গে তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের পরিচয় হয়েছিল শহরের একটি অভিজাত ক্লাবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের ঘনিষ্ঠ। অভিযোগ, এই কুন্তলের কাছ থেকে প্রায় ৫০ লক্ষ টাকা গিয়েছিল তাঁর অ্যাকাউন্টে। সোমা চক্রবর্তী। অর্পিতা মুখোপাধ্য়ায়-হৈমন্তী গঙ্গোপাধ্য়ায়ের পরে তৃতীয় মহিলা, যাঁর নাম জড়িয়েছে দুর্নীতি মামলায়। রবিবার তাঁর সঙ্গে একান্তে কথা বলেন News 18 Bangla প্রতিনিধি। কুন্তলের কাছ থেকে টাকা নেওয়া থেকে শুরু করে কৌশানী যোগ, সব কিছু নিয়ে অকপট ছিলেন সোমা।
advertisement

সূত্রের খবর, পেশায় বিউটি পার্লারের মালিক সোমা চক্রবর্তীর সঙ্গে তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের পরিচয় হয়েছিল শহরের একটি অভিজাত ক্লাবে। সেখানে কুন্তলের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন সোমারই এক পরিচিত ব্যক্তি। সেটা ২০১৫ সাল। তার পর থেকে একাধিক বার কুন্তল এবং সোমাকে বিভিন্ন ক্লাবে, পাবে একসাথে দেখা গিয়েছে বলে সূত্রের খবর। সেই বন্ধুত্বের খাতিরেই নাকি ব্যবসার জন্য সোমাকে ৫০ লক্ষ টাকা ঋণ দিয়েছিলেন কুন্তল। ইডির প্রশ্নোত্তর পর্বে অন্তত এমনটাই জানিয়েছেন সোমা।

advertisement

আরও পড়ুন: দুবাই-ব্যাঙ্কক-মলদ্বীপ! অভিনেতা বনি সেনগুপ্তর ঘন ঘন বিদেশ ভ্রমণেও এবার নজর ED-র

এদিন সোমা বলেন, "কুন্তলের সঙ্গে আর্থিক লেনদেনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত যাবতীয় নথি সমস্ত কিছু জমা দিয়েছি। অপরাধের টাকা এসেছে আমার কাছে, অপরাধবোধে ভুগছি। এত হেনস্থা হতে হচ্ছে… এরপর থেকে ব্যাকগ্রাউন্ড চেক করে কাজ করব।" সোমা জানিয়েছেন, ধারদেনা করে, ব্য়াঙ্ক থেকে ঋণ নিয়ে হলেও ওই ৫০ লক্ষ টাকা ফেরত দেবেন তিনি। আইনি পদ্ধতিতে যে ভাবে টাকা ফেরত দেওয়া সম্ভব, সেভাবেই তিনি তা জমা দেবেন বলে জানিয়েছেন সোমা। পাশাপাশি জানান, ওই ৫০ লক্ষ টাকা ছাড়া তাঁর সঙ্গে কুন্তল ঘোষের আর অন্য কোনও লেনদেন হয়নি।

advertisement

এরপরেই, টলিউড অভিনেত্রী কৌশানী মুখোপাধ্য়ায়কে নিয়ে প্রশ্ন করা হয় সোমাকে। গত শুক্রবার ইডি-র দফতরে হাজিরা সেরে বেরিয়ে সোমা জানিয়েছিলেন, চলিউড অভিনেত্রী কৌশানী মুখোপাধ্য়ায়কে তাঁর পার্লারের হয়ে প্রোমোশন করেছিলেন। এদিন এ প্রসঙ্গে সোমা বলেন, "কৌশানীকে আমার পার্লারের প্রোমোশন করেছিল। তবে কোনও টাকা দিইনি ওকে। গিফট পাঠিয়েছিলাম। কোনও আর্থিক লেনদেন হয়নি।" তবে কুন্তল কৌশানীকে আলাদা করে কোনও টাকা দিয়েছিলেন কি না, তা তাঁর জানা নেই বলে জানিয়েছেন সোমা।

advertisement

আরও পড়ুন: ৫০ লক্ষের বেশি লেনদেন! ফের কুন্তল ঘনিষ্ঠ সোমাকে ইডির তলব

সোমার দাবি, অভিনেতা বনি সেনগুপ্তর সঙ্গে যেহেতু কুন্তলের পরিচয় ছিল, সেই সূত্রেরই কৌশানীর সঙ্গে তাঁর আলাপ হয়। সেই সময়েই কৌশানীকে তাঁর সল্টলেকের একটি মলে থাকা স্যালোঁর অনুষ্ঠানে আমন্ত্রণ জানান তিনি। কৌশানীর ওই দিনের ছবিই প্রোমোশন হিসাবে ব্য়বহার করা হয়। তবে, কৌশানী জানিয়েছেন, সোমা চক্রবর্তী বলে কারও কথা তাঁক খেয়াল নেই। তিনি বহু পার্লারের অনুষ্ঠানে যান, সব জায়গার আলাদা করে মনে থাকে না।

advertisement

Amit Sarkar

বাংলা খবর/ খবর/কলকাতা/
TET Scam | Soma Chakraborty | koushani mukherjee: কৌশানীর হাতেই কুন্তল ঘনিষ্ঠ সোমার পার্লারের প্রোমোশন, টাকা নয় দিয়েছিলেন 'গিফট'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল