TRENDING:

Primary TET Scam: ঠিক কেমন আছেন কালীঘাটের সুজয়কৃষ্ণ ভদ্র? SSKM থেকে এবার রিপোর্ট গেল ED-র কাছে

Last Updated:

নিয়োগ দুর্নীতি কাণ্ডে জড়িত কালীঘাটের সুজয়কৃষ্ণ ভদ্র৷ এমন অভিযোগ প্রমাণে তাঁদের কাছে নাকি তথ্যপ্রমাণও রয়েছে৷ আদালতে বারবার এমনই দাবি করেছে ইডি৷ কিন্তু হেফাজতে থাকাকালীন সুজয়ের স্ত্রীয়ের মৃত্যু হয়। সেই সময় প্যারোলে মুক্তি দেওয়া হয় তাঁকে৷ কিন্তু, তার পরে নিজেও অসুস্থ হয়ে পড়েন সুজয়। বর্তমানে তিনি এসএসকেএমও চিকিৎসাধীন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রাজ্যের অন্যতম সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম-এ চিকিৎসাধীন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’৷ কিন্তু, ঠিক কতটা অসুস্থ সুজয়? তা জানতেই বুধবার এসএসকেএম-এর সুপারকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। সুপারকে বুধবারই এসে ইডির দফতরে দেখা করতে বলা হয়েছিল। সেই সঙ্গে আদালতের নির্দেশ মতো তাঁকে সুজয়কৃষ্ণ ভদ্রের স্বাস্থ্য সংক্রান্ত একটি রিপোর্টও সঙ্গে নিয়ে যেতে বলা হয়েছিল। সূত্রের খবর, তারপরই সেই রিপোর্ট ইডি-র দফতরে পাঠিয়ে দেন এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ৷
advertisement

সূত্রের খবর, ইডি-কে ই-মেল করে ‘কালীঘাটের কাকু’র শারীরিক অবস্থা সম্পর্কিত যাবতীয় নথি ও তথ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে পাঠানো হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে৷ সম্প্রতি ইডি আদালতে আবেদন জানায়, তারা ইএসআই হাসপাতালে সুজয়কৃষ্ণ ভদ্রের শারীরিক পরীক্ষা করাতে চায়৷ আদালত ইএসআই হাসপাতালে মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশও দেয়। একইসঙ্গে সুজয়ের মেডিক্যাল সংক্রান্ত সমস্ত তথ্য ইডি-কে দেওয়ার নির্দেশ দেওয়া হয় এসএসকেএম কর্তৃপক্ষকে৷

advertisement

আরও পড়ুন: ‘কখনও যাব না..মৃত্যু পর্যন্ত সঙ্গে থাকব!’, বিধানসভায় দাঁড়িয়ে হঠাৎ কেন একথা ফিরহাদের মুখে?

নিয়োগ দুর্নীতি কাণ্ডে জড়িত কালীঘাটের সুজয়কৃষ্ণ ভদ্র৷ এমন অভিযোগ প্রমাণে তাঁদের কাছে নাকি তথ্যপ্রমাণও রয়েছে৷ আদালতে বারবার এমনই দাবি করেছে ইডি৷ কিন্তু হেফাজতে থাকাকালীন সুজয়ের স্ত্রীয়ের মৃত্যু হয়। সেই সময় প্যারোলে মুক্তি দেওয়া হয় তাঁকে৷ কিন্তু, তার পরে নিজেও অসুস্থ হয়ে পড়েন সুজয়। বর্তমানে তিনি এসএসকেএমও চিকিৎসাধীন৷

advertisement

আরও পড়ুন: মোদি-শাহের বিরুদ্ধে ‘আপত্তিকর শ্লোগান’! তৃণমূলের ৬০ বিধায়কের বিরুদ্ধে থানায় গেল বিজেপি

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তদন্তের স্বার্থে সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনাও সংগ্রহ করতে চায় ইডি৷ কিন্তু, বর্তমানে তিনি অসুস্থ থাকায় তা সম্ভব হয়ে উঠছে না৷ সুজয় এখন কেমন আছেন, তাঁর শারীরিক অবস্থা বর্তমানে কেমন, চিকিৎসার অগ্রগতি হচ্ছে কিনা, এবং আর কতদিন হাসপাতালে রেখে তাঁর চিকিৎসা করা প্রয়োজন, বর্তমানে এই বিষয়গুলিই জানতে চায় ইডি।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Primary TET Scam: ঠিক কেমন আছেন কালীঘাটের সুজয়কৃষ্ণ ভদ্র? SSKM থেকে এবার রিপোর্ট গেল ED-র কাছে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল