সূত্রের খবর, ইডি-কে ই-মেল করে ‘কালীঘাটের কাকু’র শারীরিক অবস্থা সম্পর্কিত যাবতীয় নথি ও তথ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে পাঠানো হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে৷ সম্প্রতি ইডি আদালতে আবেদন জানায়, তারা ইএসআই হাসপাতালে সুজয়কৃষ্ণ ভদ্রের শারীরিক পরীক্ষা করাতে চায়৷ আদালত ইএসআই হাসপাতালে মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশও দেয়। একইসঙ্গে সুজয়ের মেডিক্যাল সংক্রান্ত সমস্ত তথ্য ইডি-কে দেওয়ার নির্দেশ দেওয়া হয় এসএসকেএম কর্তৃপক্ষকে৷
advertisement
নিয়োগ দুর্নীতি কাণ্ডে জড়িত কালীঘাটের সুজয়কৃষ্ণ ভদ্র৷ এমন অভিযোগ প্রমাণে তাঁদের কাছে নাকি তথ্যপ্রমাণও রয়েছে৷ আদালতে বারবার এমনই দাবি করেছে ইডি৷ কিন্তু হেফাজতে থাকাকালীন সুজয়ের স্ত্রীয়ের মৃত্যু হয়। সেই সময় প্যারোলে মুক্তি দেওয়া হয় তাঁকে৷ কিন্তু, তার পরে নিজেও অসুস্থ হয়ে পড়েন সুজয়। বর্তমানে তিনি এসএসকেএমও চিকিৎসাধীন৷
আরও পড়ুন: মোদি-শাহের বিরুদ্ধে ‘আপত্তিকর শ্লোগান’! তৃণমূলের ৬০ বিধায়কের বিরুদ্ধে থানায় গেল বিজেপি
তদন্তের স্বার্থে সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনাও সংগ্রহ করতে চায় ইডি৷ কিন্তু, বর্তমানে তিনি অসুস্থ থাকায় তা সম্ভব হয়ে উঠছে না৷ সুজয় এখন কেমন আছেন, তাঁর শারীরিক অবস্থা বর্তমানে কেমন, চিকিৎসার অগ্রগতি হচ্ছে কিনা, এবং আর কতদিন হাসপাতালে রেখে তাঁর চিকিৎসা করা প্রয়োজন, বর্তমানে এই বিষয়গুলিই জানতে চায় ইডি।