বিজেপির এ রাজ্যের প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘‘মাথা ন্যাড়া করে প্রতিবাদের যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত লজ্জাজনক। মুখ্যমন্ত্রীর উচিত এই ঘটনায় নিজে সরাসরি হস্তক্ষেপ করা। এই সরকারের আমলে মেধাকে মর্যাদা দিয়ে কোনও পরিছন্ন নিয়োগ সম্ভব নয়।’’ শমীক ভট্টাচার্য এ-ও বলেন, ‘‘নতুন সরকার এসেই সমস্যার সমাধান করবে। রাজ্য বিজেপি বদ্ধপরিকর সমস্যা সমাধানের।’’
advertisement
বলাবাহুল্য, নিয়োগের দাবিতে গত এক হাজার দিন ধরে রাস্তায় বসে আন্দোলন করছেন এসএলএসটি-র নবম-দশম এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির চাকরিপ্রার্থীরা৷ ২০১৬ সালে এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়৷ কিন্তু প্যানেলের তালিকাভুক্ত হয়েও এই চাকরিপ্রার্থীদের নিয়োগ হয়নি বলে অভিযোগ৷
আরও পড়ুন: তৃণমূলের লক্ষ্য বিজেপির ‘উত্তর’! সভায় কি চব্বিশের বার্তা? আজ আলিপুরদুয়ারে মমতা
অভিযোগ, দুর্নীতির কারণে যোগ্য প্রার্থীদের মধ্যে অযোগ্য প্রার্থীরা চাকরি পেয়েছেন৷ দুর্নীতির অভিযোগে মামলা হয় হাইকোর্টে৷ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি যায় প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর৷ সেই চাকরি পেয়েছিলেন ববিতা সরকার৷ কিন্তু পরে তাঁর চাকরিও আদালতের নির্দেশে বাতিল হয়৷
এখনও নিয়োগ না হওয়ার প্রতিবাদে শনিবার মাথা ন্যাড়া করে প্রতিবাদ করেন এক মহিলা এবং পুরুষ চাকরিপ্রার্থী৷ মাথা ন্যাড়া করে রাসমণি পাত্র নামে এক চাকরিপ্রার্থী বলেন, ‘‘অনেক প্রতিশ্রুতি পেয়েছি৷ আর পারছি না৷ আমাদের হাজার দিনের এই কষ্ট যেন মুখ্যমন্ত্রীর হৃদয় স্পর্শ করে৷ আমরা চাই উনি আমাদের কাছে আসুন৷’’
ভেঙ্কটেশ্বর লাহিড়ী