TRENDING:

পুরভোটের পরেই প্রাথমিকের ‘টেট’, তৎপরতা স্কুল শিক্ষা দফতরের

Last Updated:

আবারও আবেদনের সুযোগের জন্য খোলা হতে পারে পোর্টাল। নিয়োগ প্রক্রিয়ায় বেশ কিছু বদলও আনা হচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রাজ্যে চার বছর পর ফের প্রাথমিকের টেট নেওয়ার সম্ভাবনা উজ্জ্বল হল। তার তৎপরতাও শুরু করেছে রাজ্য স্কুল শিক্ষা দফতর। সূত্রের খবর, পুরভোটের পরই প্রাথমিকের টেট নিতে চাইছে স্কুল শিক্ষা দফতর। ইতিমধ্যেই লক্ষাধিক প্রার্থী টেট দেওয়ার জন্য আবেদন করেছেন। কিন্তু লিখিত পরীক্ষা নেওয়ার আগে আবারও আবেদনের সুযোগ রাখতে পারে স্কুল শিক্ষা দফতর। যদিও এ ব্যাপারে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য কোনও মন্তব্য করতে না চাইলেও সূত্রের খবর, এ বিষয়ে প্রস্তুতি কার্যত চূড়ান্ত করে ফেলেছে স্কুল শিক্ষা দফতর।
advertisement

ইতিমধ্যেই রাজ্যে দুই দফায় প্রাথমিক শিক্ষক নিয়োগ  হয়েছে। কিন্তু নানা আইনি জটিলতার কারণে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে অনেকটাই সময় লেগেছে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের। সেই সব আইনি জটিলতা কাটিয়ে ফের রাজ্যে প্রাথমিকের টেট হতে চলেছে বলেই স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর। রাজ্যে শেষ বার প্রাথমিকের টেট নেওয়া হয়েছিল ২০১৫ সালে। সেই টেট ঘিরে একাধিক বিতর্ক থাকলেও তার ফলাফল ২০১৬ সালে প্রকাশ করা হয়। কিন্তুুু তারপর থেকে রাজ্যে প্রাথমিকের টেট নেওয়া হয়নি। যদিও ২০১৭ সালের অক্টোবর মাসে টেট নেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারিও করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। বিজ্ঞপ্তি অনুযায়ী লক্ষাধিক প্রার্থী আবেদন করে। মূলত প্রাথমিক শিক্ষক নিয়োগের কত শূন্য পদ রয়েছে তার নির্দিষ্ট তথ্য তৈরি না হওয়ায় টেট নেওয়া যায়নি বলেই স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর।

advertisement

এবার সেই প্রাথমিকের টেট নিতেই ফের তৎপরতা শুরু করেছে রাজ্য স্কুল শিক্ষা দফতর। সূত্রের খবর, এই মুহূর্তে রাজ্যে প্রাথমিক স্কুলগুলিতে ৩০ হাজারেরও বেশি শূন্য পদ রয়েছে। তবে পুরভোটের আগে টেট নেওয়া সম্ভব না হলেও পুজোর আগেই পুরো প্রক্রিয়া শেষ করতে চায় স্কুল শিক্ষা দফতর। সেক্ষেত্রে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশনের  নিয়ম মেনেই নিয়োগ প্রক্রিয়া করবে রাজ্য স্কুল শিক্ষা দফতর। মূলত প্রাথমিক শিক্ষক হওয়ার ক্ষেত্রে d.el.ed বা প্রশিক্ষণ বাধ্যতামূলক। এনসিটিই-র সেই নিয়ম মেনেই  নিয়োগ করবে  রাজ্য। সেক্ষেত্রে ইচ্ছুক প্রার্থীদের জন্য আবারও রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হতে পারে বলেই জানা গিয়েছে।

advertisement

সোমরাজ বন্দ্যোপাধ্যায়

বাংলা খবর/ খবর/কলকাতা/
পুরভোটের পরেই প্রাথমিকের ‘টেট’, তৎপরতা স্কুল শিক্ষা দফতরের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল