বিচারপতি জানান, শুক্রবারের মধ্যে কারণ দর্শাতে হবে এজলাসে এসে। জেলে কেন ভরা হবে না, শেষ সুযোগ হিসেবে জানাতে হবে কারণ। ২০০৯ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় মালদহ ও উত্তর ২৪ পরগনায় হাইকোর্টের নির্দেশ থাকলেও চাকরি দেয়নি বোর্ড গুলি।
আরও পড়ুন: আর অপেক্ষা নয়, এবার দিল্লি যাচ্ছেন আরজি করের নির্যাতিতার বাবা-মা! কার সঙ্গে দেখা করবে জানেন?
advertisement
বিচারপতি রাজাশেখর মান্থার হুঁশিয়ারি, ‘আদালতের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন এই চেয়ারম্যান আধিকারিকরা। অ্যাডমিট কার্ড নিয়ে নতুন যুক্তি আসলে চাকরি না দেওয়ার অজুহাত। আত্মঘাতী হলে চাকরি দেবে DPSC গুলি।’
আদালতে অনুমতি দিয়ে দুই জেলার প্রাথমিক শিক্ষা সংসদ জানায় শূন্যপদে যোগ্যদের চাকরি দিতে আপত্তি নেই। তবে, এখনও চাকরি না দিয়ে ২০১০ সালের পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড চাইছে মালদহ ও উত্তর ২৪ পরগনা DPSC। যেখানে ২০১৪ সালের পরীক্ষা থেকেই নিয়োগ প্রক্রিয়া হচ্ছে বলে অভিযোগ।