TRENDING:

Debraj Chakraborty | CBI: ‘ছ’ঘণ্টা কি ওঁরা আড্ডা মারতে এসেছিল?’, টানা তল্লাশির পরে মুখ খুললেন তৃণমূলের দেবরাজ

Last Updated:

এদিন সকাল সাড়ে ৮ টা নাগাদ তৃণমূলের বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজের রাজারহাটের বাড়িতে হানা দেয় সিবিআইয়ের একটি দল৷ দুপুর ১টা নাগাদ তাঁরা সেখান থেকে বেরিয়ে যান৷ তারপর, সিবিআইয়ের দল যায় দেবরাজের দমদম পার্কের বাড়িতে৷ সেখান থেকেও নথিপত্র নিয়ে দুপুর পৌনে ৩টে নাগাদ বেরিয়ে যান গোয়েন্দারা৷ টানা ৬ ঘণ্টা ধরে চলে এই তল্লাশি অভিযান৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সকাল সাড়ে ৮ থেকে শুরু হয়েছিল তল্লাশি৷ যখন সিবিআই তাঁর দুই বাড়ি থেকে তল্লাশি শেষে বেরল, তখন ঘড়িতে বেলা ৩টে৷ টানা ৬ ঘণ্টা ধরে তৃণমূল কাউন্সিলর তথা তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তীর বাড়িতে ছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা৷ এই দুই বাড়ি, অজস্র নথি ঘেঁটে আদৌ কি কিছু পাওয়া গেল? সিবিআই বেরিয়ে যাওয়ার পরে তৃণমূল কাউন্সিলর হাসিমুখে দাবি করলেন, ‘কিছুই পায়নি! প্রাথমিক নিয়োগ সংক্রান্ত কোনও নথি ওরা পায়নি, পাওয়ার কথাই নয়৷’ তাঁর দাবি, তিনি সহ আর যার যার বাড়িতে ইডি-সিবিআই হানা হচ্ছে, তাঁরা তৃণমূল করেন বলেই এমনটা করা হচ্ছে বলে দাবি করেন বিধাননগর পুর কমিশনারেটের মেয়র পারিষদ৷
advertisement

এদিন সকাল সাড়ে ৮ টা নাগাদ তৃণমূলের বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজের রাজারহাটের বাড়িতে হানা দেয় সিবিআইয়ের একটি দল৷ দুপুর ১টা নাগাদ তাঁরা সেখান থেকে বেরিয়ে যান৷ তারপর, সিবিআইয়ের দল যায় দেবরাজের দমদম পার্কের বাড়িতে৷ সেখান থেকেও নথিপত্র নিয়ে দুপুর পৌনে ৩টে নাগাদ বেরিয়ে যান গোয়েন্দারা৷ টানা ৬ ঘণ্টা ধরে চলে এই তল্লাশি অভিযান৷

advertisement

আরও পড়ুন: কে ঢুকছে, কে বেরচ্ছে? সব জানতে চায় ইডি, জ্যোতিপ্রিয় কেবিনে ক্যামেরা বসানোর দাবি

সিবিআই বেরিয়ে যাওয়ার পরে সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেন দেবরাজ৷ তৃণমূল কাউন্সিলর জানান, আদালতের নথি নিয়েই প্রাথমিক নিয়োগ দুর্নীতি কাণ্ডে তাঁর বাড়িতে তল্লাশি চালাতে এসেছিল সিবিআই৷ দেবরাজ বলেন, ‘‘সার্চ লিস্টের কপি আমায় দিয়ে গিয়েছে৷ আমার ইনকাম ট্যাক্স রিটার্নের নথি সহ আমার ব্যাঙ্কের নথিপত্র নিয়ে গিয়েছেন৷ পরিবারের ব্যাঙ্ক ডিটেলস এবং অন্য নথি যা যা চেয়েছিলেন আমি দিয়েছি৷’’

advertisement

আরও পড়ুন:‘জ্যোতিপ্রিয়কে কেন মন্ত্রী বলব?’ প্রশ্ন তুলে তুমুল হট্টগোল! বেরিয়ে গেল বিজেপি

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

এর পরেই দেবরাজ দাবি করেন, তল্লাশি চলাকালীন তেমন উল্লেখযোগ্য কোনও নথি গোয়েন্দারা পাননি৷ তিনি বলেন, ‘‘কিছুই পায়নি! প্রাথমিক নিয়োগ সংক্রান্ত কোনও নথি ওরা পায়নি, পাওয়ার কথাও নয়৷ আমার পার্সোনাল ডকুমেন্ট চেয়েছিল, আমি খুশি খুশি দিয়েছি৷ ছ’ঘণ্টা কি ওঁরা আড্ডা মারতে এসেছিলেন? সব কিছু চেক করেছেন, সব কিছু দিয়েছি৷’’ পাশাপাশি, ভবিষ্যতেও প্রয়োজনে তিনি তদন্তে সহযোগিতা করবেন বলে জানান দেবরাজ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Debraj Chakraborty | CBI: ‘ছ’ঘণ্টা কি ওঁরা আড্ডা মারতে এসেছিল?’, টানা তল্লাশির পরে মুখ খুললেন তৃণমূলের দেবরাজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল