এদিন সকাল সাড়ে ৮ টা নাগাদ তৃণমূলের বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজের রাজারহাটের বাড়িতে হানা দেয় সিবিআইয়ের একটি দল৷ দুপুর ১টা নাগাদ তাঁরা সেখান থেকে বেরিয়ে যান৷ তারপর, সিবিআইয়ের দল যায় দেবরাজের দমদম পার্কের বাড়িতে৷ সেখান থেকেও নথিপত্র নিয়ে দুপুর পৌনে ৩টে নাগাদ বেরিয়ে যান গোয়েন্দারা৷ টানা ৬ ঘণ্টা ধরে চলে এই তল্লাশি অভিযান৷
advertisement
আরও পড়ুন: কে ঢুকছে, কে বেরচ্ছে? সব জানতে চায় ইডি, জ্যোতিপ্রিয় কেবিনে ক্যামেরা বসানোর দাবি
সিবিআই বেরিয়ে যাওয়ার পরে সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেন দেবরাজ৷ তৃণমূল কাউন্সিলর জানান, আদালতের নথি নিয়েই প্রাথমিক নিয়োগ দুর্নীতি কাণ্ডে তাঁর বাড়িতে তল্লাশি চালাতে এসেছিল সিবিআই৷ দেবরাজ বলেন, ‘‘সার্চ লিস্টের কপি আমায় দিয়ে গিয়েছে৷ আমার ইনকাম ট্যাক্স রিটার্নের নথি সহ আমার ব্যাঙ্কের নথিপত্র নিয়ে গিয়েছেন৷ পরিবারের ব্যাঙ্ক ডিটেলস এবং অন্য নথি যা যা চেয়েছিলেন আমি দিয়েছি৷’’
আরও পড়ুন:‘জ্যোতিপ্রিয়কে কেন মন্ত্রী বলব?’ প্রশ্ন তুলে তুমুল হট্টগোল! বেরিয়ে গেল বিজেপি
এর পরেই দেবরাজ দাবি করেন, তল্লাশি চলাকালীন তেমন উল্লেখযোগ্য কোনও নথি গোয়েন্দারা পাননি৷ তিনি বলেন, ‘‘কিছুই পায়নি! প্রাথমিক নিয়োগ সংক্রান্ত কোনও নথি ওরা পায়নি, পাওয়ার কথাও নয়৷ আমার পার্সোনাল ডকুমেন্ট চেয়েছিল, আমি খুশি খুশি দিয়েছি৷ ছ’ঘণ্টা কি ওঁরা আড্ডা মারতে এসেছিলেন? সব কিছু চেক করেছেন, সব কিছু দিয়েছি৷’’ পাশাপাশি, ভবিষ্যতেও প্রয়োজনে তিনি তদন্তে সহযোগিতা করবেন বলে জানান দেবরাজ৷