TRENDING:

Chandranath Sinha: প্রাথমিক নিয়োগ দুর্নীতি কাণ্ডে বড় আপডেট...আত্মসমর্পণ করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা!

Last Updated:

আজ, শনিবার নির্ধারিত তারিখের ৬ দিন আগেই আত্মসমর্পণ করলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ব্যাঙ্কশাল কোর্টে আত্মসমর্পণ করলেন রাজ্যের কারা ও ক্ষুদ্র এবং কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা৷ আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল ইডির বিশেষ আদালত। আজ, শনিবার নির্ধারিত তারিখের ৬ দিন আগেই আত্মসমর্পণ করলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা।
News18
News18
advertisement

এদিন চন্দ্রনাথ সিনহাকে ৭ দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে কোর্টে আবেদন জানায় ইডি৷ তবে ১০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান মন্ত্রী৷ ১ সপ্তাহের জন্য সময় চান চন্দ্রনাথের আইনজীবী।

আগামী ১৬ সেপ্টেম্বর এই মামলা পরবর্তী শুনানি। জামিনের শর্ত হিসাবে আদালত জানিয়েছে, ততদিন বোলপুরের বাইরে যেতে পারবেন না মন্ত্রী।

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ এর আগে মন্ত্রীর বাড়িতে তল্লাশিও চালিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা৷ সেখান থেকে নগদ ৪১ লক্ষ টাকা উদ্ধআর হয়েছিল বলে সূত্রের খবর৷

advertisement

আরও পড়ুন: বৃষ্টিহীন সুখের দিন…টিকবে? পুজোর শপিংয়ে বাধা হতে পারে আবহাওয়া! নতুন জামা কিনে ফেরার আগে জেনে রাখুন ওয়েদার আপডেট

এরপরে পর পর দু’বার তাঁকে তলব করা হলেও তা এড়িয়ে যান রাজ্যের মন্ত্রী৷ অগাস্ট মাসে হঠাৎই ইডির দফতরে হাজিরা দেন তিনি৷ তারপরেই কলকাতার বিশেষ সিবিআই আদালতে চন্দ্রনাথের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় ইডি। কিন্তু রাজভবন থেকে চার্জশিটের স্যাংশন (অনুমোদন)-এর জন্য প্রয়োজনীয় নথি হাতে না-পাওয়ায় ধাক্কা খেয়েছিল বিচারপ্রক্রিয়া।

advertisement

আরও পড়ুন: ৭৯০ পাতার চার্জশিট! মেঘালয় হানিমুন হত্যাকাণ্ডে সোনম ছাড়া আর কার কার নাম উঠল জানেন..

তারপর রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে দেওয়া সেই চার্জশিটে অনুমোদন করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷ রাজ্যপালের অনুমোদন পাওয়ার রপেই চার্জশিট গৃহীত হয় আদালতে৷ তারপরেই আদালত নির্দেশ দেয়, আগামী ১৫ দিনের মধ্যে আদালতের সামনে উপস্থিত হতে হবে রাজ্যের কারা ও ক্ষুদ্র এবং কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে৷ পার্থ চট্টোপাধ্যায়ের পরে প্রথম রাজ্যের কোনও মন্ত্রী দুর্নীতির মামলায় সরাসরি অভিযুক্ত হলেন৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Chandranath Sinha: প্রাথমিক নিয়োগ দুর্নীতি কাণ্ডে বড় আপডেট...আত্মসমর্পণ করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল