TRENDING:

প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের বেতন এবার অনলাইনে

Last Updated:

যে কোনও কর্পোরেট সংস্থার কর্মীদের মতো শিক্ষকদের তথ্যও সংরক্ষিত হবে অনলাইন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#তমলুক: সম্পূর্ণ কর্পোরেট ধাঁচে এবার অনলাইন হতে চলেছে শিক্ষকদের বেতন ৷ যে কোনও কর্পোরেট সংস্থার কর্মীদের মতো শিক্ষকদের তথ্যও সংরক্ষিত হবে অনলাইন ৷ একটি বাংলা দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষকদের স্যালারি সংক্রান্ত সমস্ত তথ্য এবার সংরক্ষিত হবে অনলাইন পোর্টালে ৷ আপাতত পূর্ব মেদিনীপুর জেলার শিক্ষকেরাই এই সুবিধা পাবেন ৷
advertisement

সূত্রের খবর, চলতি মাসের প্রথম সপ্তাহ থেকেই চালু হবে এই অনলাইন প্রক্রিয়া ৷ এবার এই পোর্টালের মাধ্যমেই শিক্ষকদের সার্ভিস বুক তৈরি করা হবে ৷ পোর্টালে সংরক্ষিত থাকবে সমস্ত প্রাথমিক ও মাধ্যমিক স্তরে কর্মরত সমস্ত শিক্ষক-শিক্ষিকাদের বেতন তথ্য ৷

অনলাইন স্যালারি ম্যানেজমেন্ট সিস্টেম-এ প্রত্যেক শিক্ষক-শিক্ষিকাদের একটি নির্দিষ্ট আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে ৷ এর মাধ্যমেই অনলাইন পোর্টালে লগ ইন করে নিজেদের অ্যাকাউন্ট চেক করতে পারবেন ৷ এই ব্যবস্থা শুরুর আগে শিক্ষা দফতরের বিভিন্ন কর্মী ও বিদ্যালয়ের প্রধানশিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

শিক্ষা দফতর সূত্রে খবর, পূর্ব মেদিনীপুর ছাড়াও প্রথম পর্যায়ে উত্তর ২৪ পরগণার শিক্ষকদের জন্যেও এই অনলাইন সিস্টেম চালু করা হবে ৷ পরে ধাপে ধাপে বাকি জেলার জন্য শুরু হবে অনলাইন স্যালারি সিস্টেম পোর্টাল ৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের বেতন এবার অনলাইনে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল