কুন্তল ঘোষের আবেদন সিবিআই বিশেষ আদালতে। সেই আবেদন আজ খতিয়ে দেখেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হুঁশিয়ারি কুন্তল ঘোষকে।
আরও পড়ুন: এই গ্রামে ঘরে অতিথি এলে তাঁর সঙ্গেই রাত কাটান বাড়ির স্ত্রী! কোথায় এই গ্রাম জানেন?
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, কুন্তলের এই আবেদনের কোন যথার্থতা নেই। ভবিষ্যতে কুন্তলকে সতর্ক থাকতে হবে এই ধরনের আবেদনের ক্ষেত্রে। এছাড়াও এই ধরনের অভিযুক্তরা আইনজীবী মারফত হাতে লিখে বিভিন্ন আবেদন করছেন। সেগুলি প্রায় পড়া অসম্ভব। কুন্তল সহ বাকিদের এই ধরণের সব আবেদন যাতে ভাল করে টাইপ করা ফর্মে করা হয় তার নির্দেশ দেন। ভবিষ্যতে এই ধরনের হাতের লেখা আবেদন গ্রহণ করা হবে না সিবিআই কোর্টে। মামলার পরবর্তী শুনানি ৮ ফ্রেব্রুয়ারি।
advertisement
আরও পড়ুন: ISF-এর ‘জয়’, তৃণমূলের সভার জায়গাতেই হবে মঞ্চ! জারি প্রচুর শর্তও
৯ জানুয়ারি বিচারপতি নির্দেশ দেন, প্রাথমিক দুর্নীতি মামলার চার্জগঠনে দেরি হচ্ছে, অভিযুক্তদের একাধিক আবেদনের ভিড়ের শুনানি করতে গিয়ে। অভিযুক্তরা সিবিআই বিশেষ আদালতে আবেদন করলে তা আগে হাইকোর্টে পাঠাতে হবে। সেই নির্দেশ মেনে কুন্তলের আবেদনের কপি পেশ হয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। এরপরই কুন্তল ঘোষকে সতর্ক করেন তিনি।