প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ ফের আন্দোলনে সামিল হলেন। গত সোমবার বিশ্ববিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে হিন্দু হস্টেল পড়ুয়াদের থাকার জন্য ফিরিয়ে দেওয়ার দাবি জানান। গেটের বাইরেই দীর্ঘক্ষণ আটকে ছিলেন উপাচার্য অনুরাধা লোহিয়া।
হিন্দু হস্টেলের একাংশ সংস্কার হয়ে গেলেও সেখানে পড়ুয়াদের থাকতে দেওয়া হচ্ছে না৷ চার বছরের উপর বন্ধ হিন্দু হস্টেল৷ বাধ্য হয়ে আগষ্টের শুরু থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ভবনের তিন তলায় থাকছেন পড়ুয়ারা৷ মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়ছেন তাঁরা৷ পড়ুয়াদের অভিযোগ, সব জেনেও উদাসীন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ এই অভিযোগেই ফের অনশনে বসল পড়ুয়ারা ৷ হিন্দু হস্টেল ফিরে পাওয়ার দাবিতে
advertisement
অনির্দিষ্টকালীন অনশনে প্রেসিডেন্সির পড়ুয়ারা ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 01, 2018 10:32 PM IST