TRENDING:

Tangra Case Reconstruction: ছলছল করে উঠল চোখ, মেয়ের ঘরের দরজায় থমকে দাঁড়ালেন প্রসূন! বুধবার কী ঘটল ট্যাংরার দে বাড়ির ভিতরে?

Last Updated:

তিনিই যে বাড়ির তিন মহিলা সদস্যকে খুন করেছেন, ইতিমধ্যেই পুলিশের সামনে তা স্বীকার করে নিয়েছেন প্রসূন দে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: নিজের হাতেই ১২ বছরের মেয়েকে খুন করেছিলেন৷ সেই মেয়ের ঘরে ঢুকতে গিয়েই থমকে দাঁড়ালেন ট্যাংরা কাণ্ডে অভিযুক্ত দে বাড়ির ছোট ছেলে প্রসূন দে৷ শুধু থমকে দাঁড়ানো নয়, চোখ ছলছল করে উঠল প্রসূনের৷ এমন কি, কীভাবে তিনি নিজের মেয়ে, স্ত্রী এবং বৌদিকে খুন করেছিলেন, সেই বিবরণ দিতে গিয়ে কেঁদেও ফেলেন প্রসূন৷
প্রসূন দে-কে নিয়ে গিয়ে ট্যাংরা কাণ্ডের পুনর্নির্মাণ করল পুলিশ৷
প্রসূন দে-কে নিয়ে গিয়ে ট্যাংরা কাণ্ডের পুনর্নির্মাণ করল পুলিশ৷
advertisement

ট্যাংরা কাণ্ডে তিন খুনের পুনর্নির্মাণ করাতে বুধবার প্রসূন দে-কে নিয়ে ট্যাংরার অতুল শুর লেনের বাড়িতে যায় পুলিশ৷ সূত্রে খবর, সেখানেই ঘটনার বিবরণ দিতে গিয়ে কেঁদে ফেলেন প্রসূন৷ এ দিন দুপুর আড়াইটে নাগাদ প্রসূন দে-কে নিয়ে ট্যাংরার বাড়িতে পৌঁছয় পুলিশ৷ প্রায় ২ ঘণ্টা ১৫ মিনিট পর প্রসূনকে নিয়ে বাড়ি থেকে বেরোন তদন্তকারীরা৷

advertisement

আরও পড়ুন: দাউ দাউ করে জ্বলছিল খড়ের গাদা, ভিতরে মহিলার দেহ! ঘুম ভেঙেই শিউড়ে উঠল ফলতা

পুলিশ সূত্রে খবর, মেয়ে প্রিয়ম্বদার ঘরে ঢোকার সময় থমকে দাঁড়িয়ে পড়েন প্রসূন৷ তখনই চোখ ছলছল করে ওঠে তাঁর৷ কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে ছিলেন তিনি৷ এর পর ঘরে ঢুকে মেয়ের বিছানার কাছে দাঁড়িয়ে কেঁদে ফেলেন প্রসূন৷ ঘটনার পুনর্নির্মাণের সময়ও চোখে জল ছিল তাঁর৷

advertisement

তিনিই যে বাড়ির তিন মহিলা সদস্যকে খুন করেছেন, ইতিমধ্যেই পুলিশের সামনে তা স্বীকার করে নিয়েছেন প্রসূন দে৷ তাঁর আর বাঁচার ইচ্ছে নেই বলেও গতকাল আদালতে জানিয়েছেন ট্যাংরা কাণ্ডে মূল অভিযুক্ত প্রসূন৷ তিনি আইনজীবীও নিতে চান না বলে জানিয়েছেন প্রসূন দে৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

গত ১৯ ফেব্রুয়ারি সকালে ট্যাংরার দে বাড়ি থেকে উদ্ধার হয় বাড়ির দুই বউ এবং প্রসূনের মেয়ে প্রিয়ম্বদার দেহ৷ প্রসূন, তাঁর দাদা প্রণয় এবং প্রণয়ের কিশোর ছেলেকে ই এম বাইপাসের উপরে একটি দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে উদ্ধার করে পুলিশ৷ তার পরই ট্যাংরার এই হাড় হিম করা ঘটনা প্রকাশ্যে আসে৷ প্রসূন এবং প্রণয় পুলিশের সামনে প্রথম থেকেই দাবি করে আসছেন, সপরিবারে আত্মহত্যা করার পরিকল্পনা করেছিলেন তাঁরা৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Tangra Case Reconstruction: ছলছল করে উঠল চোখ, মেয়ের ঘরের দরজায় থমকে দাঁড়ালেন প্রসূন! বুধবার কী ঘটল ট্যাংরার দে বাড়ির ভিতরে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল