বর্তমানে এই প্রকল্পে কেন্দ্র অর্থ বরাদ্দ বন্ধ রেখেছে রাজ্যকে। এর আগে এই প্রকল্পে কেন্দ্রের দেওয়া বরাদ্দের মধ্যে এত সংখ্যক বাড়ি তৈরির কাজ কেন শেষ হয়নি? তা নিয়ে ক্ষুব্ধ নবান্ন।
আবাস যোজনা প্রকল্পে আশানুরূপ কাজ না হওয়ায় একাধিক জেলার ভূমিকা নিয়ে ক্ষুব্ধ নবান্নের প্রশাসনিক কর্তা ব্যক্তিরা।
আরও পড়ুন: ‘তৃণমূলের হয়ে ভোট করাল পুলিশ…!’ ভোট মিটতেই বিস্ফোরক বিজেপি নেতা শমীক ভট্টাচার্য
advertisement
আরও পড়ুন: ‘কুত্তা পাগল হো গয়া হ্যায়’, জয়পুর পুরসভার ওয়েবসাইটের হাস্যকর হিংলিশ ভাইরাল
সূত্রের খবর, জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা,পূর্ব মেদিনীপুর, মুশিদাবাদ সহ একাধিক জেলায় কয়েক হাজার বাড়ি তৈরির কাজ এখনও শেষ হয়নি। বাড়ি না হওয়ার তালিকায় শীর্ষে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা। ফলত, অবিলম্বে জেলাশাসকদের এই বাড়ি তৈরির কাজ শেষ করার নির্দেশ দিল নবান্ন।