ধর্মঘট প্রসঙ্গে রাজ্যের প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক লালু মুখোপাধ্যায় বলেন, ‘‘মন্ত্রীর সঙ্গে আমরা সোমবার দুপুরে বৈঠকে বসেছিলাম। বৈঠকে কোনও সমাধানসূত্র মেলেনি। মন্ত্রী আমাদের ধর্মঘট প্রত্যাহার করে নেওয়ার অনুরোধ করেছেন। সোমবার মধ্যরাত থেকে আমাদের ধর্মঘটের সিদ্ধান্ত জারি থাকছে।’’
advertisement
অন্যদিকে আজ, মঙ্গলবার আবার হুগলির তারকেশ্বরে ব্যবসায়ী ভবনে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির জরুরি বৈঠক ডাকা হয়েছে। সেখানে ধর্মঘটের ভবিষ্যত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারা।আলু রপ্তানি নিয়ে যথেষ্ট উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী । প্রশ্ন তোলেন, কেন তাঁকে না জানিয়ে আলু রফতানি হচ্ছে? তাতে রাশ টানতে দায়িত্ব দেন টাস্ক ফোর্সকে। রাজ্যের প্রয়োজন মিটিয়ে তবেই ভিনরাজ্যে রফতানি হবে বলে সাফ জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। উদবৃত্ত আলু রাজ্য মিড ডে মিলের জন্য কিনে নেবে। কিন্তু ভিনরাজ্যে আলু রফতানিতে এই কড়াকড়ি নিয়ে ক্ষুব্ধ আলু ব্যবসায়ীরা। তাঁরা পালটা ধর্মঘটের ডাক দেন। সেই সঙ্কট কাটাতে এদিন বৈঠকে বসেন মন্ত্রী ও ব্যবসায়ীরা। তাতেও জট কাটল না।
সোমবারও আলু রফতানি প্রসঙ্গে বিধানসভায় নিজের অবস্থান স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি বলেন, কয়েকজন ব্যবসায়ী নিজের সুবিধার জন্য কী কাজ করছেন, সবাই তা দেখতে পাচ্ছে ৷ তিনি উল্লেখ করেন, ‘‘আগে ঘর সামলাব, নাকি ব্যবসা দেখব কারও। আগে বাংলা পাবে, আগে ঘর সামলাব।’’