আরও পড়ুনঃ এক বাটি টক দইতেই কেল্লাফতে! প্রতিদিন এই নিয়ম মেনে খেলেই ৭দিনে কাবু হাই প্রেশার
সপ্তাহে অন্তত একবার প্রতিটি ব্লকে কৃষি আধিকারিকদের নিয়ে পর্যালোচনা করা হোক। সার সরবরাহ ঠিক আছে কিনা, কালোবাজারি হচ্ছে কিনা, এই নিয়ে কৃষকদের কোনও ক্ষোভ তৈরি হয়েছে কিনা। গোটা বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনে নবান্নর নজরে আনা হোক।
advertisement
আরও পড়ুনঃ ৭দিনেই কামাল! ছোট্ট এই ‘বীজের’ অলৌকিক গুণ! রাতারাতি কমবে বাড়তি মেদ! কাল থেকেই খাওয়া শুরু করুন
রাজ্য সরকার ইতিমধ্যেই সার উৎপাদক সংস্থাগুলির সঙ্গে আলোচনা করেছে এনকেপি সার সরবরাহ নিয়ে। সংস্থাগুলি আশ্বাস দিয়েছে দু-তিন সপ্তাহের মধ্যে সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে। তা নিয়ে প্রয়োজনে নবান্নের পক্ষ থেকে দেওয়া হয়েছে জেলাশাসকদের বলেই নবান্ন সূত্রে খবর। সারের কালোবাজারি রুখতে জেলায় জেলায় গুরুত্বপূর্ণ নির্দেশ কৃষি দফতরের।