কৈলাসের বিরুদ্ধে যে পোস্টারগুলি পড়েছে, তাতে তাঁর সঙ্গে মুকুল রায়ের ছবিও রয়েছে৷ বোঝাই যাচ্ছে, পরিকল্পনা মাফিক একই সঙ্গে শহরের বিভিন্ন জায়গায় পোস্টারগুলি লাগানো হয়েছে৷
বিজেপি-তে কৈলাস বিজয়বর্গীয়কে বরাবরই মুকুল রায় ঘনিষ্ঠ নেতা বলে মনে করা হত৷ সেই মুকুল রায় দল ছাড়ায় এবার রাজ্য নেতাদের একাংশের ক্ষোভের মুখে পড়েছেন মধ্যপ্রদেশের এই নেতা৷ এমন কি, নির্বাচনে বিজেপির ফল খারাপ ফলের জন্যও কৈলাসকে দায়ী করা হচ্ছে৷ রাজ্যের অনেক নেতাদেরই এখন অভিযোগ, মুকুল রায়কে নিয়ে কৈলাস বিজয়বর্গীয়কে বহুবার সতর্ক করা হলেও তিনি কর্ণপাত করেননি৷
advertisement
রাজ্য নেতাদের মতামতকে গুরুত্ব না দিয়ে কৈলাস বিজয়বর্গীয় সহ কেন্দ্রীয় নেতারা তৃণমূল থেকে আসা নেতাদের বেশি গুরুত্ব দিয়েছেন বলেও রাজ্য বিজেপি নেতৃত্বের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে৷ এই অবস্থায় নির্বাচনের ফলপ্রকাশের পর আর রাজ্যে আসেননি কৈলাস৷ বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে রাজ্য নেতাদের বৈঠকেও অংশ নেননি তিনি৷ রাজ্যে বিজেপি-র পর্যবেক্ষক পদে কৈলাসকে সরিয়ে নতুন কাউকে দায়িত্ব দেওয়া সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে৷
মুকুল রায় দল ছাড়ার পর বিজেপি-তে ভাঙন আতঙ্ক আরও বেড়েছে৷ এই পরিস্থিতি তৈরি হওয়ার জন্যও কৈলাসের দিকেই অভিযোগের আঙুল উঠতে শুরু করেছে৷ কারণ তাঁর হাত ধরেই বিজেপি-তে মুকুলের ক্ষমতা বেড়েছিল, অন্যান্য তৃণমূল নেতারাও পদ্ম শিবিরে নাম লিখিয়েছেন৷ যাঁদের মধ্যে অনেকেই এখন পুরনো দলে ফিরে আসতে চাইছেন৷
Anup Chakraborty