রবিবার সকাল থেকে শহর তথা জেলার বিভিন্ন প্রান্ত সাক্ষী থেকেছে প্রতিবাদ মিছিলের। সন্ধ্যায় গড়িয়াহাট থেকে শুরু হওয়া নাগরিক মিছিলে ছিলেন অভিনেতা বাদশা মৈত্র, দেবদূত, শ্রীলেখা মিত্র, চন্দন সেনরা। উপস্থিত ছিলেন আইনজীবি বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামিমরা। সাম্প্রতিক একাধিক ঘটনার বিচার চেয়ে হাজরা মোড়ের দিকে এগোচ্ছিল মিছিল। কিন্তু লেক মলের কাছে বিশাল ব্যারিকেড, প্রিজন ভ্যান সহ মিছিল আটকে দেয় পুলিশ। মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনি।
advertisement
পুলিশ মিছিল আটকানোর পরই সাময়ীকভাবে উত্তেজনার সৃষ্টি হয়। ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন শ্রীলেখা মিত্র। পুলিশের সঙ্গে বাকযুদ্ধেও জডিয়ে পড়েন অভিনেত্রী। পুলিশের সঙ্গে কথা বলেন অভয়া মঞ্চের আধিকারিকরা। পুলিশের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, এর থেকে বেশি এগোতে দেওয়া যাবে না মিছিল। কিন্তু আন্দোলনকারীদের দাবি, পুলিশ অনুমতি নেওয়ার পরও কেন আটকানো হল মিছল, ক্ষোভ উগরে দেন প্রশাসনের বিরুদ্ধে।
আরও পড়ুনঃ IND vs ENG: দরকার আর মাত্র ৯৭ রান, দ্বিতীয় টেস্টেই সুনীল গাভাসকরের রেকর্ড ভাঙবেন যশস্বী জয়সওয়াল
মিছিল আটকানোর পর সেখানেই বসে পরেন আন্দোলনকারীরা। লেক মলের সামনেই চলে আন্দোলন ও স্লোগানিং। রাস্তায় আঁকার মাধ্যমে প্রতিবাদ জানান আন্দোলনকারীরা। পুলিশ-প্রশাসনের এহেন আচরণের সমালোচনা করেন সকলেই। কোনও রকম ব্যারিকেড না ভাঙলেও আগামী ৯ অগাস্ট আরজিকর কাণ্ডের এক বছরে হাজরা মোড়ে বৃহত্তর কর্মসূচির ডাক দিয়েছে অভয়া মঞ্চ।