TRENDING:

সল্টলেকে আশ্রমের আড়ালে চলছিল যৌনাচার

Last Updated:

রাম রহিমে ছায়া এবার সল্টলেকে ৷ ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় নামে আশ্রমের আড়ালে চলছিল অবৈধ কাজকর্ম ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বিধাননগর: রাম রহিমে ছায়া এবার সল্টলেকে ৷ ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় নামে আশ্রমের আড়ালে চলছিল অবৈধ কাজকর্ম ৷ আপাতত আশ্রমটি সিল করা হয়েছে ৷ জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই আশ্রমে নাবালিকাদের জোর করে আটকে রেখে তাদের শারীরিক সম্পর্কে লিপ্ত হতে বাধ্য করা হচ্ছিল।
advertisement

বিধাননগরের সিএল ব্লকের একটি বাড়া বাড়িতে দীর্ঘদিন ধরে চলছিল সংস্থাটি ৷ স্বঘোষিত গুরু বীরেন্দ্র দেবের আশ্রম ছিল ৷ বাড়ির মালিকের সন্দেহ হলে বিধাননগর থানায় তার বিরুদ্ধে অভিযোগ জানায় ৷ এরপরই পুলিশের নজরে আসেন স্বঘোষিত গুরু বীরেন্দ্র দেব দীক্ষিত ৷

অভিযোগের ভিত্তিতে বাড়িতে হানা দেয় পুলিশ ৷ ১১ মহিলা-সহ ১২ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ উদ্ধার নথি, মোবাইল ফোন, ল্যাপটপ, হার্ড ডিস্ক ৷ জানা গিয়েছে বিভিন্ন রাজ্য থেকে নাবালিকাদের আনা হত আশ্রমে ৷ দিল্লি-সহ বিভিন্ন রাজ্যে শাখা রয়েছে প্রতিষ্ঠানটির ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

দিল্লির আশ্রম সিল করে দিল্লি পুলিশ ৷ আশ্রমের প্রধান বীরেন্দ্র দীক্ষিত ৪-৫ মাস ধরে পলাতক ৷ কখনও দরিদ্র পরিবারের ছেলে মেয়েদেক, আবার কখনও রাস্তা থেকে অনাথ শিশু তুলে আনা হত ৷ তাঁদের আশ্রমে রেখে শারীরিক অত্যাচারও চালানো হত বলে অভিযোগ।

বাংলা খবর/ খবর/কলকাতা/
সল্টলেকে আশ্রমের আড়ালে চলছিল যৌনাচার