ধৃত যুবকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৫৮ ধারায় মামলা রুজু করেছে পুলিশ৷ ক্ষতিকারক উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বাড়িতে অনুপ্রবেশের অভিযোগ আনা হয়েছে ধৃতের বিরুদ্ধেষ৷ আজই তাঁকে আলিপুর আদালতে পেশ করা হবে৷
আরও পড়ুন: গভীর রাতে মুখ্যমন্ত্রীর বাড়ির পাঁচিল টপকে ঢুকেছিল যুবক, এবার বড় সিদ্ধান্ত নবান্নের!
শনিবার রাতেই মুখ্যমন্ত্রীর বাড়ির পাঁচিল টপকে বাড়ির চৌহদ্দির ভিতরে ঢুকে পড়েন ওই যুবক৷ রবিবার সকালে তাঁকে আটক করেন মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা রক্ষীরা৷ গ্রেফতারের পর ধৃতকে কালীঘাট থানার হাতে তুলে দেওয়া হয়েছে৷
advertisement
এই ঘটনার পরই মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠে গিয়েছে৷ মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তায় এতবড় গাফিলতি কী করে হল, তার তদন্তও শুরু হয়েছে৷ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা আরও বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন৷
মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তায় কীভাবে বিঘ্ন ঘটল এবং তা কী করে আরও জোরদার করা যায়, তা নিয়ে আলোচনা করতে নবান্নে বৈঠক করেন স্বরাষ্ট্র সচিব, কলকাতা পুলিশের কমিশনার ও ডিরেক্টর অফ সিকিউরিটি৷ ওই দিন কোন কোন পুলিশকর্মী মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তার দায়িত্বে ছিলেন, তাঁদের ভূমিকা কী ছিল, এ সবই খতিয়ে দেখা হচ্ছে৷