TRENDING:

Rajganj BDO Update: নিউ টাউনের ফ্ল্যাট থেকে যাত্রাগাছির দিকে নীলবাতি গাড়ি, পুলিশের হাতে সিসিটিভি ফুটেজ! আরও বিপাকে রাজগঞ্জের বিডিও

Last Updated:

রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণ সল্টলেকের দত্তাবাদ থেকে গত ২৮ অক্টোবর স্বপন কামিল্যা নামে এক স্বর্ণব্যবসায়ীকে অপহরণ করেন বলে অভিযোগ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
স্বর্ণব্যবসায়ীকে অপহরণ করে খুনের ঘটনায় এবার রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে আরও জোরাল তথ্যপ্রমাণ হাতে পেল পুলিশ৷ পুলিশের অস্ত্র এবার সিসিটিভি ফুটেজে ধরা পড়া বিডিও নীলবাতি লাগানো গাড়ি৷ অভিযোগ, এই গাড়িতে করেই নিউ টাউনের ফ্ল্যাট থেকে যাত্রাগাছির খাল পাড়ে ফেলে আসা হয়েছিল স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যার দেহ৷
রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন, পিছনে তাঁর সেই নীলবাতি গাডি়৷
রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন, পিছনে তাঁর সেই নীলবাতি গাডি়৷
advertisement

রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণ সল্টলেকের দত্তাবাদ থেকে গত ২৮ অক্টোবর স্বপন কামিল্যা নামে এক স্বর্ণব্যবসায়ীকে অপহরণ করেন বলে অভিযোগ৷ ওই ব্যবসায়ীর পরিবারের অভিযোগ, স্বপন কামিল্যাকে বিডিও-র গাড়ি করে তুলে এনে নিউ টাউনের একটি ফ্ল্যাটে বেদম মারধর করা হয়৷ এর পর ওই ব্যবসায়ীর মৃত্যু হলে ওই দিন রাতেই তাঁর দেহ নিউ টাউনের যাত্রাগাছির খালপাড়ের ঝোপের মধ্যে ফেলে আসা হয়৷

advertisement

পুলিশ সূত্রে খবর, নিউ টাউনের ফ্ল্যাট থেকে যখন স্বপনবাবুর দেহ বিডিও-র নীল বাতি লাগানো গাড়িতে করে যাত্রাগাছি নিয়ে যাওয়া হয়, সেই সময়ের রাস্তার সিসিটিভি ফুটেজ হাতে পেয়েছে পুলিশ৷ যাত্রাগাছির নতুন ব্রিজের কাছেই গাড়িটি দেহ নিয়ে যাওয়া এবং ফেরার সময় সিসিটিভি-তে ছবি ধরা পড়ে৷ শুধু তাই নয়, সন্তোষ মণ্ডল নামে এক প্রত্যক্ষদর্শীও জানিয়েছেন, ২৮ অক্টোবর রাতে নিউ টাউনের ওই ফ্ল্যাটের ভিতর থেকে বের করে একজনকে সংজ্ঞাহীন অবস্থায় বিডিও-র গাড়িতে তোলা হয়৷ এই ঘটনার ঠিক দু দিন পর ৩০ অক্টোবর যাত্রাগাছির ওই খালের পাড়ের ঝোপের ভিতর থেকে স্বর্ণব্যবসায়ী স্বপন কামিল্যার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়৷

advertisement

নিজের বাড়ি থেকে চুরি হওয়া গয়না ওই ব্যবসায়ীর দোকানে বিক্রি করা হয়েছে বলে খোঁজ পেয়েই স্বপনবাবুর খোঁজ শুরু করেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন৷ পশ্চিম মেদিনীপুরের দাঁতনে ওই ব্যবসায়ীর গ্রামের বাড়িতেও পৌঁছে যান তিনি৷ এর পর ২৮ অক্টোবর দত্তাবাদের দোকান থেকে স্বপনবাবুকে বিডিও-র গাড়িতে করে নিউ টাউনের একটি বহুতলে নিয়ে আসা হয়৷ সেই সিসিটিভি ফুটেজও সংগ্রহ করেছে পুলিশ৷ সেখানে দেখা গিয়েছে, স্বপন কামিল্যা নামে ওই ব্যবসায়ীর কলার ধরে টানতে টানতে তাঁকে বহুতলের ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সিউড়ি সদর হাসপাতালে চালু হতে চলেছে ১০ শয্যাবিশিষ্ট অত্যাধুনিক ডায়ালিসিস কেন্দ্র
আরও দেখুন

সেই সময় ওই বহুতলের বাইরে আরও একটি কালো গাড়ি থেকে নেমে বেশ কয়েকজনকে ভিতরে ঢুকতে দেখা যায়৷ মোটরসাইকেলে করেও কয়েকজন যুবক এসে বহুতলের ভিতরে প্রবেশ করে৷ এ ছাড়াও গত ২০ এবং ২৯ অক্টোবর বিডিও প্রশান্ত বর্মনের বাগডোগরা থেকে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছনো এবং ফিরে যাওয়ার সিসিটিভি ফুটেজও তদন্তকারীরা সংগ্রহ করেছেন৷ ফলে রাজগঞ্জের বিডিও-র মুখে এই ঘটনায় জড়িত না থাকার দাবি করলেও ইতিমধ্যেই পুলিশের হাতে জোরাল প্রমাণ চলেছ এসেছে৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Rajganj BDO Update: নিউ টাউনের ফ্ল্যাট থেকে যাত্রাগাছির দিকে নীলবাতি গাড়ি, পুলিশের হাতে সিসিটিভি ফুটেজ! আরও বিপাকে রাজগঞ্জের বিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল