TRENDING:

বেআইনি অস্ত্রের তদন্তে নেমে এবার কলকাকার নামী দোকানের তিন মালিককে গ্রেফতার করল পুলিশ

Last Updated:

বেআইনি অস্ত্র পাচার মামলার তদন্তে নেমে এবার পুলিশের জালে কলকাতার নামী দোকানের তিন মালিক। পুলিশ সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয় ওই দোকানে, সেখান থেকে ৪১টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বেআইনি অস্ত্র পাচার মামলার তদন্তে নেমে এবার পুলিশের জালে কলকাতার নামী দোকানের তিন মালিক। পুলিশ সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয় ওই দোকানে, সেখান থেকে ৪১টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
অস্ত্রের কারবারে গ্রেফতার
অস্ত্রের কারবারে গ্রেফতার
advertisement

অস্ত্র পাচার চক্রের খোঁজে নেমে গতকাল রাতে শহরের অন্যতম অস্ত্র বিপনি ‘নরসিং চান্দর অ্যান্ড দা’-য় অভিযান চালায় এসটিএফ। সেখান থেকে দোকানের তিন মালিককে গ্রেফতার করা হয়েছে সুবীর দাঁ, অভীর দাঁ এবং সুব্রত দাঁ।

আরও পড়ুন: ব্যস্ত সময়ে কেন এত লেট করছে মেট্রো? আসল কারণ খুঁজে দিল মেট্রো ইউনিয়ন, জানা গেল সমাধানের উপায়ও

advertisement

দোকান থেকে একচল্লিশটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়, যার মধ্যে রয়েছে একনলা ও দোনলা বন্দুক। এই সমস্ত আগ্নেয়াস্ত্রের কোনও নথি দোকানের সরকারি রেকর্ডে পাওয়া যায়নি। দীর্ঘদিন ধরেই বেআইনি অস্ত্র ব্যবসা চালাচ্ছিল এই দোকান।

এসটিএফ সূত্রে খবর,  বেশ কিছু অসাধু ব্যক্তি ওই লাইসেন্সধারী দোকান থেকেই বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র সংগ্রহ করে মোটা টাকার বিনিময়ে বিক্রি করত। তাই অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তদন্ত করা হচ্ছে। প্রসঙ্গত, বেআইনি অস্ত্রের কারবারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে রাজ্য পুলিশ। এই ঘটনায় রহড়া থেকে বেআইনি অস্ত্রের এক চক্রের হদিস পাওয়া যায়, সেই সূত্রেই এবার অস্ত্রের দোকানের তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
বেআইনি অস্ত্রের তদন্তে নেমে এবার কলকাকার নামী দোকানের তিন মালিককে গ্রেফতার করল পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল