এ দিন সকালে বারাসত থেকে হাওড়াগামী একটি বেসরকারি বাসে এই ঘটনা ঘটে৷ জানা গিয়েছে, মাইকেল নগর থেকে বাসটিতে ওঠেন এক কলেজ ছাত্রী৷ ভিড় বাসে দাঁড়িয়েই ছিলেন তিনি৷ অভিযোগ, কিছুক্ষণ পর থেকেই সিটে বসে থাকা বছর পঞ্চাশের এক ব্যক্তি নিজের মোবাইল ফোনে ওই তরুণীর ছবি তুলতে শুরু করে৷
আরও পড়ুন: পণের টাকার দাবিতে স্ত্রীকে হত্যার চেষ্টা, গ্রেফতার স্বামী এবং দেওর
advertisement
অভিযুক্তের পাশের আসনে বসে থাকা এক যুবকই প্রথমে বিষয়টি দেখে প্রতিবাদ করেন৷ এর পর বাসে থাকা অন্যান্য যাত্রীরাও সরব হন৷ বাসে থাকা মহিলা যাত্রীরা ওই ব্যক্তির মোবাইল ফোনটি কেড়ে নেন৷ তখনই দেখা যায়, ফোনে ওই তরুণীর একাধিক ছবি রয়েছে৷
বাসটি এয়ারপোর্ট এক নম্বর গেটের কাছে পৌঁছতেই ওই যাত্রীকে বাস থেকে নামিয়ে কর্তব্যরত পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷ অভিযুক্তকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট থানার পুলিশ৷
Anup Chakraborty