মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে,বাবরের প্রার্থনার অমর স্রষ্টা কবি শঙ্খ ঘোষ।৮৭ বছর বয়েসেও তার ক্ষুরধার লেখনী আপামর পাঠককে মুগ্ধ করে রাখে। দেশের নানা প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনায় প্রতিবাদের স্ফুলিঙ্গের আঁচড় উঠে আসে তার কবিতায়।মঙ্গলবার বাড়িতেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন কবি।তীব্র শ্বাসকষ্ট শুরু হয় তাঁর। বেলা সাড়ে বারোটা নাগাদ তাকে মুকুন্দপুর বাইপাস এর পাশে আমরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।চিকিৎসকরা তার শারীরিক অবস্থা দেখে সঙ্গে সঙ্গে ভর্তি করার সিদ্ধান্ত নেন।
advertisement
চেস্ট এক্স রে,সিটি স্ক্যান, প্রয়োজনীয়় বিভিন্ন রক্ত পরীক্ষা করা হয়।ফুসফুসে সংক্রমণেের সঙ্গে প্রস্রাবের নালীতে সংক্রমণ।এছাড়াও বেশ কিছুদিন ধরেই তিনি পারকিনসন রোগে আক্রান্ত ছিলেনন্ত। তবেে চিকিৎসকরা জানাচ্ছেন, ভয়ের কোন কারণ নেই।তার অবস্থা এখন স্থিতিশীল।তবে একদিকে বয়েসজনিত রোগ, তার সাথে পারকিনসন রোগ থাকায় একটু চিন্তার বিষয়।
ABHIJIT CHANDA