মোদি তাঁর ভাষণে আরও বলেন, “কোনও বিজেপি প্রার্থী যাতে মনোনয়ন দাখিল করতে না পারেন তা নিশ্চিত করার জন্য শাসকদল তৃণমূল পঞ্চায়েত ভোটে কোনও কসুর ছাড়েনি। তাঁরা কেবল বিজেপি কর্মীদেরই নয়, ভোটারদেরও হুমকি দিয়েছে। বুথ দখলের জন্য চুক্তি দেওয়া হয়.. এই রাজ্যে রাজনীতি করার এটাই যেন পথ… “
advertisement
শনিবার বিজেপির ক্ষেত্রীয় পঞ্চায়েতি রাজ সম্মেলনে ভার্চুয়াল বক্তৃতা রাখতে গিয়ে বিরোধীদের একের পর এক আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘নির্বাচনে তৃণমূল রক্তের খেলা খেলেছে। গোটা দেশ তা দেখেছে। কোনও বিরোধী দল যাতে মনোনয়ন পত্র জমা না দিতে পারেন সেই চেষ্টা করা হয়েছে।
আরও পড়ুন : ডিম তো খাচ্ছেন রোজ রোজ! ডিমের সাদা অংশটার নাম কী বলুন দেখি? উত্তর খুঁজে হিমশিম ৯৯% মানুষ!
যদি কেউ উদ্যোগী হয়ে মনোনয়ন জমাও দেন, তবে তাদের প্রচার করতে না দেওয়া, ভোটারদের ভয় দেখানো, বিজেপি কর্মীদের পরিবারকে বাড়ি থেকে বেরতে না দেওয়া। এত অত্যাচারের পরও পশ্চিমবঙ্গের মানুষ বিজেপি কর্মীদের আশীর্বাদ করেছেন। মণিপুর ইস্যু নিয়েও সরব হয়েছেন মোদি তাঁর বক্তব্যে, তিনি বলেন, সবাই একসঙ্গে্ আলোচনা করলেই মিটে যেত সমস্যা। কিন্তু তা না করেন সংসদে অনাস্থা প্রস্তাব দেওয়া হল।
মোদির কথায়, “আমরা সংসদে বিরোধীদের অনাস্থা প্রস্তাবকে পরাজিত করেছি এবং যারা গোটা দেশে নেতিবাচকতা ছড়াচ্ছে তাদের উপযুক্ত জবাব দিয়েছি। বিরোধী দলের সদস্যরা মাঝপথে সংসদ ত্যাগ করেছেন। সত্য হল তারা অনাস্থা প্রস্তাবে ভোট দিতে ভয় পেয়েই পিছু হঠেছেন…”