TRENDING:

‘বর্ম পরে আসুন’, সাংবাদিকদের নির্দেশ রূপার

Last Updated:

‘বর্ম পরে আসুন’, সাংবাদিকদের নির্দেশ রূপার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কলকাতায় বিজেপির কর্মসূচিতে সাংবাদিকদের বর্ম পরে আসার পরামর্শ রূপার ৷ বৃহস্পতিবার কলকাতায় ফের অভিযান ৷ আগামীকাল লালবাজার অভিযানের কথা ঘোষণা করেছে রাজ্য বিজেপি ৷ এই কর্মসূচিতে খবর করতে আসার আগে সাংবাদিকদের বর্ম পরে আসার পরামর্শ দিলেন বিজেপি মহিলা মোর্চা নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় ৷
advertisement

সোমবার বামফ্রন্টের নবান্ন অভিযানে আক্রান্ত সাংবাদিকরা ৷ অভিযোগ, অভিযানের ছবি তোলা বন্ধ করতে সাংবাদিক ও চিত্র সাংবাদিকদের উপর নির্বিচারে লাঠি চালিয়েছে কলকাতা পুলিশ ৷ সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই রূপা গঙ্গোপাধ্যায় বলেন, ‘আগামিকাল কলকাতায় বিজেপি-র কর্মসূচি ৷ সেখানে যে সাংবাদিকরা আসবেন, তাঁরা বর্ম বা তেমন কিছু পরে আসবেন ৷ যেভাবে সাংবাদিকদের পেটানো হচ্ছে!’

advertisement

বামেদের পর বৃহস্পতিবার শক্তি পরীক্ষায় পথে নামছে গেরুয়া শিবির ৷ আইনশৃঙ্খলা ইস্যুতে বিজেপির লালবাজার অভিযান ৷ শহরের বিভিন্ন প্রান্ত থেকে মোট চারটি মিছিল করে আগামীকাল লালবাজার যাবে বিজেপি শীর্ষ নেতা সহ কর্মী-সমর্থকরা ৷

বামেদের নবান্ন অভিযান ঘিরে যথেষ্ট অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি ৷ বিজেপির মিছিল ঘিরেও উত্তেজনা ছড়ানোর আশঙ্কা করছে রাজনৈতিক মহল ৷

advertisement

আরও পড়ুন

সাংবাদিকদের উপর পুলিশের লাঠিচার্জ, ১০ দিনের মধ্যে ব্যবস্থার আশ্বাস পুলিশ কমিশনারের

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অন্যদিকে, বেধড়ক লাঠিচার্জ পুলিশের। শান্তিপূর্ণভাবেই তার প্রতিবাদ করলেন সাংবাদিকরা। মঙ্গলবার রবীন্দ্র সদন থেকে মিছিল করে লালবাজারে পুলিশে কমিশনারকে ডেপুটেশন দেন সাংবাদিকদের প্রতিনিধি দল। আক্রান্তদের সহমর্মিতা দেখাতে মিছিলে উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সিঙ্গুর-নন্দীগ্রামের সময়েও এমন মিছিল দেখেনি কলকাতা। ভবিষ্যতে যাতে এই ঘটনা না ঘটে তার জন্য যথাযথ ব্যবস্থার নেওয়ার আশ্বাস দিয়েছেন কমিশনার রাজীব কুমার।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
‘বর্ম পরে আসুন’, সাংবাদিকদের নির্দেশ রূপার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল