TRENDING:

মমতা বন্দ্যোপাধ্যায়ের ডি.লিট-এর বিরুদ্ধে করা মামলা খারিজ হাইকোর্টে

Last Updated:

মমতা বন্দ্যোপাধ্যায়ের ডি.লিট-এর বিরুদ্ধে করা মামলা খারিজ হাইকোর্টে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিলিট বিরোধিতায় করা মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট। কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায়কে সাম্মানিক ডি লিট দেয় কলকাতা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের তরফে মুখ্যমন্ত্রীকে ডিলিট দেওয়ার কথা ঘোষণার পরই, তার বিরোধিতা করে মামলা হয় হাইকোর্টে। এদিন মামলাটি খারিজ করে দেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, এটি আদালতের বিচার্য বিষয় নয়। ডিলিট দেওয়ায় জনস্বার্থ বিঘ্নিত হয়নি।
advertisement

গত ১১ জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাম্মানিক ডি-লিট সম্মানে ভূষিত করে কলকাতা বিশ্ববিদ্যালয় ৷ সফল নেত্রী, তৃণমূল সুপ্রিমো, মুখ্যমন্ত্রীত্বের পদ ছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়ের মুকুটে যুক্ত হয়েছে একের পর এক পালক ৷ তাতে নব সংযোজন এই ডি.লিট সম্মান ৷ সমাজ সেবা ও সাহিত্যে অবদানের জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়কে এই সম্মানে সম্মানিত করল কলকাতা বিশ্ববিদ্যালয় ৷ উল্লেখ্য, এই প্রথম এ রাজ্যের কোনও মুখ্যমন্ত্রীকে ডি.লিট সম্মান দিল কলকাতা বিশ্ববিদ্যালয় ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

অথচ এই সম্মান নিয়ে কম বিতর্ক হয়নি ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন দেওয়া হবে সাম্মানিক ডি.লিট? এই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা ৷ সেই মামলাটিই এদিন খারিজ করে দেয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ ৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
মমতা বন্দ্যোপাধ্যায়ের ডি.লিট-এর বিরুদ্ধে করা মামলা খারিজ হাইকোর্টে