গত ১১ জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাম্মানিক ডি-লিট সম্মানে ভূষিত করে কলকাতা বিশ্ববিদ্যালয় ৷ সফল নেত্রী, তৃণমূল সুপ্রিমো, মুখ্যমন্ত্রীত্বের পদ ছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়ের মুকুটে যুক্ত হয়েছে একের পর এক পালক ৷ তাতে নব সংযোজন এই ডি.লিট সম্মান ৷ সমাজ সেবা ও সাহিত্যে অবদানের জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়কে এই সম্মানে সম্মানিত করল কলকাতা বিশ্ববিদ্যালয় ৷ উল্লেখ্য, এই প্রথম এ রাজ্যের কোনও মুখ্যমন্ত্রীকে ডি.লিট সম্মান দিল কলকাতা বিশ্ববিদ্যালয় ৷
advertisement
অথচ এই সম্মান নিয়ে কম বিতর্ক হয়নি ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন দেওয়া হবে সাম্মানিক ডি.লিট? এই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা ৷ সেই মামলাটিই এদিন খারিজ করে দেয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 25, 2018 2:07 PM IST