ভিড়ে ঠাসা মেট্রোতে চূড়ান্ত অভব্যতার নিদর্শন৷ ভিডিওটিতে দেখা গিয়েছে যে এক ব্যক্তি নিজের মোবাইল ফোনে প্রথমে এক মহিলার নিতম্বের স্টিল ছবি তুলছেন৷ তারপর ভিডিও অপশনটি অন করে মেট্রোর ওই মহিলা যাত্রীরই নিতম্বের ভিডিও শ্যুট করেন৷ কিছুক্ষণ এমন চলার পর মেট্রো থেকে নেমে যান মহিলা৷ এবং ফোনের সামনে এক অন্য ব্যক্তি চলে আসায় অভিযুক্ত ব্যক্তি ভিডিও শ্যুট বন্ধ করে দেন৷
advertisement
বিকৃতমনস্ক ওই ব্যক্তির শ্যুটিং-এর শ্যুট করে এক যুবক, নাম মৃত্যুঞ্জয় পাঞ্জা৷ মেট্রোতে ওই ব্যক্তির বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেন মৃত্যুঞ্জয়৷ কেন অনৈতিকভাবে এক মহিলা যাত্রীর নিতম্বের ছবি ও ভিডিও তিনি শ্যুট করলেন সেই প্রশ্নই তোলা হয়৷ প্রথমে অভিযুক্ত ব্যক্তি ছবি ও ভিডিও তোলার কথা অস্বীকার করেন৷ পরে অবশ্য তার ফোন কেড়ে নিয়ে সেই ছবি ও ভিডিওটি মুছে দেওয়ার নির্দেশ দেন মেট্রোর যাত্রীরা৷ বিকৃত মানসিকতার সেই ছবি ও ভিডিও শ্যুট নিয়ে ধীরেধীরে মেট্রোর সকলেই প্রতিবাদ শুরু করেন৷
প্রায় আড়াই মিনিটের এই ভিডিও ফেসবুকে আপলোড হওয়ার পরই দেড়হাজার মানুষ সেটা শেয়ার করেছেন৷ ভিউ ছাড়িয়েছে কয়েক হাজার৷ অনেকেই অনেক ধরণের কমন্ট করেছেন৷ ঘটনার ভিডিও সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সরব হলেন নেটিজেনরা৷ অভিনয়ের ছাত্র মৃত্যুঞ্জয় কলকাতা পুলিশের সঙ্গেও যোগাযোগ করেন৷ তার ভিডিওটি চেয়ে পাঠায় কলকাতা পুলিশ৷
এর আগে প্রকাশ্যে স্বমেহনের ঘটনায় সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়৷ ভিডিওটি ভাইরাল হতেই অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ৷ এবার দেখা যাক, এই ভিডিওটি দেখার পর কী পরিণতি হয় এই অভিযুক্ত ব্যক্তির৷