আরও পড়ুন: উপত্যকায় গুলির লড়াইয়ে খতম তিন লস্কর ই তৈবা জঙ্গি
আজ শারদীয় দুর্গাপুজোর চতুর্থ দিন, মহানবমী। নানা আচারের মধ্য দিয়ে মহানবমীর পুজো শেষে যথারীতি থাকবে অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণ। বনেদি বাড়িগুলিতে প্রথা মেনে চলছে বিশেষ পুজো। চালকুমড়ো বলির পাশাপাশি হবে যজ্ঞও ৷
আরও পড়ুন: চাকরির টোপ দিয়ে পুরীতে টানা ১০ দিন ১২ জন মিলে ধর্ষণ তরুণীকে
advertisement
চোখে এখনও উত্সবের রেশ ৷ আজই তো আনন্দের শেষ দিন ৷ তারপরেই তো আবার ফের ফেরা সেই একঘেয়ে জীবনে ৷ আজ যে মহানবমী ৷ রাত পোহালেই ঘরে ফিরবেন উমা. উদযাপনের শেষবেলায় তাই যত তোড়জোড়. রাত ফুরোলেই যে ফের সাদামাটা একঘেয়ে জীবন ৷ তাই উৎসবের স্পিরিটটা আজ ধরেই রাখুন ৷ বালিগঞ্জের দুর্গা বাড়িতে সন্ধ্যে আরতি দেখা বা ম্যাডক্স স্কোয়ারে বন্ধু-আত্মীস্বজনদের সঙ্গে আড্ডা ৷
আরও পড়ুন: Me Too-র জের পদত্যাগ করলেন এম জে আকবর