TRENDING:

শেষরক্ষা হল না, অঙ্গদানের পরও মৃত্যু রোগীর

Last Updated:

অঙ্গদানেও শেষরক্ষা হল না। কিডনি প্রতিস্থাপনেও বাঁচল না জীবন । এসএসকেএমে মৃত্যু হল দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের বাসিন্দা ২৬ বছরের মধুমিতা বিশ্বাসের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: অঙ্গদানেও শেষরক্ষা হল না। কিডনি প্রতিস্থাপনেও বাঁচল না জীবন । এসএসকেএমে মৃত্যু হল দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের বাসিন্দা ২৬ বছরের মধুমিতা বিশ্বাসের। গতকালই ব্রেনডেথে মৃত্যু হয় সাঁতরাগাছির কল্যাণী সরকারের। তাঁর অঙ্গদানের সিদ্ধান্ত নেয় পরিবার।
advertisement

আর এন টেগোর থেকে গ্রিন করিডর করে মাত্র ১৩ মিনিটে কিডনি আনা হয় এসএসকেএমে। মধুমিতার সঙ্গে ম্যাচ করে মধুমিতার কিডনি। বিকেল পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত চলে কিডনি প্রতিস্থাপনের অস্ত্রোপচার। তারপর ভালোই ছিলেন মধুমিতা। গভীর রাতে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। চিকিৎসকদের সবরকম চেষ্টা বিফল করে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় মধুমিতার। কিডনি প্রতিস্থাপনে কোনও সমস্যা হয়নি বলে প্রাথমিকভাবে মনে করছেন চিকিৎসকরা।

advertisement

কেবল মধুমিতা নয় শেষ রক্ষা করা গেল না  শচীন্দ্রনাথ মিশ্রের ৷ লিভার প্রতিস্থাপনের পর মৃত্যু হয় তাঁর ৷ কল্যাণী সরকারের লিভার প্রতিস্থাপন

সেরা ভিডিও

আরও দেখুন
ভিডিও দিলেই ভাইরাল, সমাজ মাধ্যাম কাঁপিয়ে দিচ্ছে খুদে! 'ফ্যান' প্রসেনজিৎ, শিলাজিত
আরও দেখুন

করা হয় প্রৌঢ়ের দেহে ৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
শেষরক্ষা হল না, অঙ্গদানের পরও মৃত্যু রোগীর